স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত, মঙ্গলবার ভারী বৃষ্টি একাধিক জেলায়, রইল আবহাওয়ার আপডেট

Published : Jul 01, 2025, 08:29 AM IST

Weather Update: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

PREV
110

প্রতিদিনই চলছে ঝড়বৃষ্টি। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছে রবিবারই। এবার তা স্থলভাগের একেবারে কাছে চলেছে এসেছে।

210

অন্য দিকে, সংলগ্ন ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে আগামী দু দিন ধরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিয়ে এগোচ্ছে।

310

সূত্রের খবর, মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হয়েছে।

410

বুধবারও বৃষ্টির সম্ভাবনা সব জেলার। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি জন্য সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়।

510

আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝাড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন নদিয়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের জেলাগুলোতে ঝড়বৃষ্ট চলবে আগামী সোমবার পর্যন্ত।

610

আগামী বুধবার পর্যন্ত উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টি জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

710

মঙ্গলবার উত্তরবঙ্গে হবে বৃষ্টি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভরাী বৃষ্টি হতে পারে।

810

বুধবার ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।

910

আগামী বৃহস্পতিবারও এই জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি তিন জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। উত্তরের সব জেলার ঝড়বৃষ্টি চলতে পারে আগামী সোমবার পর্যন্ত।

1010

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি।

Read more Photos on
click me!

Recommended Stories