আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যা বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ড ও উত্তর ওড়িশার দিকে এগোবে। খুব ধীর গতিতে এগোবে এই নিম্নচাপ।
210
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দিনভর। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে।
310
অতি ভারী বৃষ্টির সতর্কতা
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়।
বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ-বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
510
মৎস্যজীবীদের সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ থেকে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের।
610
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
710
বাড়বে বৃষ্টির পরিমাণ!
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
810
ভারী বৃষ্টির সতর্কতা
হাওয়া অফিসের তরফেও উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েক দিন।
910
কোন কোন জেলায় জারি সতর্কতা?
জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। তবে আর কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি নেই আপাতত। বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
1010
পশ্চিমের জেলায় বেশি বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে। সোমবার সকালের পরও দুপুরের দিকে বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়াও আগামী ৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।