- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যে, জেনে নিন আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া
Weather Update: সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যে, জেনে নিন আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া
Weather Update: পশ্চিমবঙ্গে এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।

কখনও ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি তো কখনও গরমের দাবদাহ। এত অদ্ভুত খেলা চলছে আবহাওয়ার।
শেষ কয়েকদিন ধরে নিম্নচাপ ও বর্ষার জেরে বৃষ্টিপাত বেড়েছে বাংলায়। এবার জানা যাচ্ছে, এই বৃষ্টি চলছে সপ্তাহ জুড়ে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবার উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সাগরে দমকা হাওযার গতি থাকতে পারে ৫৫ কিলোমিটার।
আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হবে বৃষ্টি।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাই বইবে বিভিন্ন জেলায়।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজ বিভিন্ন জেলায়। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
আজ উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হবে অতি ভারী বৃষ্টি।
বৃহস্পতিবারও হবে ভারী বৃষ্টি। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হতে পারে বৃষ্টি।
৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দিন। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, কলকাতা ও অন্যান্য রাজ্যে হবে বৃষ্টি। তেমনই রবি ও সোম ভারী বৃষ্টির সতর্কতা নেই। এই দুই দিন হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

