রবিবার পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ, ৮২ মিনিট ধরে কলকাতা-সহ বঙ্গে দেখা যাবে লালচাঁদ

Published : Sep 01, 2025, 09:22 AM IST

Lunar Eclipse: দীর্ঘ সময়ের বিশেষ চন্দ্রগ্রহণ এবার। রইল গ্রহণ শুরু ও শেষের সময়। এবার কলকাতা-সহ গোটা বাংলা থেকেই দেখা যাবে লাল চাঁদ। 

PREV
17
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

চলতি মাসেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। দেখা যাবে খোলা চোখেই। প্রায় ৮২ মিনিট ধরেই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। একই সঙ্গে দেখা যাবে লাল চাঁদও। আগামী ৭-৮ সেপ্টেম্বর এই দৃশ্য দেখা যাবে। লাল চাঁদ দেখা যাবে কলকাতা-সহ গোটা বাংলা থেকেই।

27
চন্দ্রগ্রহণের কারণ

চাঁদের নিজস্ব কোনও আলো নেই। সূর্যের আলো চাঁদের ওপর পড়ে। তাই চাঁদ দেখা যায়। ঘুরতে ঘুরতে পৃথিবী ও চাঁদের মধ্যে সূর্য চলে এলে চাঁদকে আর দেখতে পাওয়া যায় না। সেই সময়কেই বলা হয় চন্দ্রগ্রহণ। তবে পুরাণ অনুযায়ী রাহু চন্দ্রকে গিলে ফেলেছিল। কিন্তু কৃষ্ণ রাহুর গলা কেটে দিয়েছিল। তাই চন্দ্র মুক্তি পায়।

37
দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ

৭-৮ সেপ্টেম্বর চন্দ্র গ্রহণ হবে। তা চলবে দীর্ঘ সময় ধরেই। সম্প্রতি এত দীর্ঘ সময়ের জন্য চন্দ্র গ্রহণ হয়নি। এটি বিশেষ চন্দ্রগ্রহণ। কারণ বিশেষ বিশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রাস চন্দ্রগ্রহণকে লাল চাঁদ বলে। কারণ গ্রহণের সময় চাঁদের রং লাল হয়ে যায়। তাই লাল চাঁদ বা ব্লাড মুন বলা হয়।

47
কোথা থেকে দেখা যাবে

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ,হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট দেখা যাবে চন্দ্রগ্রহণ। তবে শর্ত একটাই- আকাশ থাকতে হবে পরিষ্কার।

57
চন্দ্রগ্রহণের সময়

গ্রিনিট সময় বা ইউনিভার্সাল টাইম কো-অর্ডিনেসন অনুসারে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন সময় রাত ৮টা ৫৮। ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট।

67
লাল চাঁদ দেখার সময়

চন্দ্রগ্রহণের মধ্যেই চাঁদ হবে লাল রঙের। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা বেজে ২২ মিনিট পর্যন্ত। প্রায় ৮২ মিনিট ধরে। দীর্ঘ সময় ধরেই এবার দেখা যাবে লাল চাঁদ।

77
কেন হয় লাল চাঁদ

যখন চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে চলে আসে পৃথিবী, তখন তার ছায়া পড়ে চাঁদে। সে সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে। সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খায়। এই বায়ুমণ্ডল ছোট তরঙ্গ (নীল এবং বেগুনি)-কে ছেঁকে নেয়। শুধু দীর্ঘ (লাল, কমলা) তরঙ্গই চাঁদে গিয়ে পৌঁছোয়। সে কারণে চাঁদকে লাল দেখায়।

Read more Photos on
click me!

Recommended Stories