
না পাকিস্তান বা বাংলাদেশ নয় খোদ বাংলার বুকেই ভাঙল মায়ের দুর্গা প্রতিমা। দক্ষিণ দিনাজপুরে ঘটেছে এই ঘটনাটি। বালুরঘাট থানা অঞ্চলের কামারপাড়ায় দুর্গা প্রতিমা ভাঙার ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার প্রাতঃভ্রমণকারীদের প্রথম চোখে পড়ে এই ঘটনা। জানা গিয়েছে ওই ‘কচিপাতা সংঘ’ ক্লাব প্রাঙ্গণেই তৈরি হচ্চিল মায়ের মূর্তি। সেখানেই সকালে ঘটে এই ঘটনা।
কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোন উদ্দেশ্যে এমন জঘন্য কাজ করা হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও ভবঘুরে এই কাজটি করতে পারেন'।
এই ধরণের ঘটনা বাংলাদেশে প্রায়ই ঘটেছে তবে খোদ বাংলার বুকে এই কাণ্ড ঘটার ফলে মেনে নিতে পারছেনা বাঙালির একাংশ। তাদের মতে বাংলায় এই ধরণের ঘটনা একবার ঘটলে তা বার বার ঘটানোর সাহস দেখাবে দুঃষ্কৃতিরা। তাই যে বা যারা এই কাজ করেছে তাদের অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া হোক।