ট্রোল তাঁকে স্পর্শ করে না কোনওভাবেই।
সম্প্রতি সমুদ্রের পাড়েও উদ্দাম মেজাজে দেখা গেল মদন মিত্রকে।
সপরিবারে ছুটি কাটাতে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
সমুদ্রের পাড়ে মেতে উঠলেন 'জয় রাইডে'।
জলকেলির সঙ্গী হল ছোট্ট নাতিও।
সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মদন মিত্র।
পরিবারের সাথে তাঁর অবসর যাপনের ছবি দেখে উচ্ছ্বসিত সমর্থকরা।
সমুদ্রের তীরে চোখে সানগ্লাস পরে বরাবরের মতোই তিনি বাঙালির ‘রঙিন’ নেতা।
জলের পাড়ে কালারফুল বয়-কে দেখে চোখে ধাঁধা লেগে যাচ্ছে অনুগ্রাহীদের।
ছবি দেখেই উচ্ছ্বসিত ভক্তরা বলে উঠলেন ‘ও লাভলি!’
Web Desk - ANB