Madan Mitra: সমুদ্রতীরে সিক্ত দেহে মদন মিত্র, ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা বলে উঠলেন ‘ও লাভলি!’

Published : Apr 09, 2023, 06:49 AM IST

সম্প্রতি পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাতে গিয়ে সমুদ্রে জলকেলিতে মেতে উঠলেন কামারহাটির 'কালারফুল বয়'। 

PREV
110

ট্রোল তাঁকে স্পর্শ করে না কোনওভাবেই।

210

সম্প্রতি সমুদ্রের পাড়েও উদ্দাম মেজাজে দেখা গেল মদন মিত্রকে।

310

সপরিবারে ছুটি কাটাতে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

410

সমুদ্রের পাড়ে মেতে উঠলেন 'জয় রাইডে'। 

510

জলকেলির সঙ্গী হল ছোট্ট নাতিও।

610

সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মদন মিত্র।

710

পরিবারের সাথে তাঁর অবসর যাপনের ছবি দেখে উচ্ছ্বসিত সমর্থকরা।

810

সমুদ্রের তীরে চোখে সানগ্লাস পরে বরাবরের মতোই তিনি বাঙালির ‘রঙিন’ নেতা।

910

জলের পাড়ে কালারফুল বয়-কে দেখে চোখে ধাঁধা লেগে যাচ্ছে অনুগ্রাহীদের।

1010

ছবি দেখেই উচ্ছ্বসিত ভক্তরা বলে উঠলেন ‘ও লাভলি!’

click me!

Recommended Stories