Sikkim News: যুদ্ধকালীন তৎপরতায় বরফের পুরু চাদর ভেদ করে সিকিমে চলছে উদ্ধারকাজ, বাংলার ২ পর্যটকের মৃত্যু

মঙ্গলবার বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ জওহরলাল নেহরু রোডের ১৫ মাইলে হঠাতই ভয়ঙ্কর তুষারধস নামে। ৬ জন পর্যটকের মৃত্যু হয়, যার মধ্যে প্রাণ হারিয়েছে এক শিশুও। 

Web Desk - ANB | Published : Apr 5, 2023 4:45 AM IST / Updated: Apr 05 2023, 02:18 PM IST

18

এপ্রিল মাসের শুরুতেই পূর্ব সিকিমের নাথু লা বর্ডারের কাছে ভয়াবহ তুষারধস।

28

কমপক্ষে ৮০ জন পর্যটক বরফের পুরু আস্তরণের নীচে চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

38

মঙ্গলবার বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ জওহরলাল নেহরু রোডের ১৫ মাইলে তুষারধস হয়।

48

স্থানীয় সেনা হাসপাতালে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু।

58

মৃতদের মধ্যে রয়েছেন ২ বাঙালি পর্যটকও। 

68

ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ, ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিম, পর্যটন দফতর।

78

উদ্ধারকাজে সহযোগিতা করছেন স্থানীয় মানুষরাও। 

88

বরফের তলায় আটকে পড়া বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। তঁদের গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-

খুন হওয়ার আগে লতিফ আর ব্রতীনের সঙ্গে হোটেলের ঘরে কীসের মিটিং করেছিলেন রাজু ঝা?

Share this Photo Gallery
click me!
Recommended Photos