
Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) ধূপগুড়ির (Dhupguri) বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়। জীবনের প্রথম বড় পরীক্ষার ঠিক মুখে স্কুলের এই বাড়তি টাকা নেওয়ার নির্দেশে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে ৮০ টাকা করে দাবি করে বলে অভিযোগ। এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা স্কুলের সামনেই বিক্ষোভ শুরু করে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ৮০ টাকা মূলত 'সেন্টার ফি' হিসেবে নেওয়া হচ্ছে। তাদের দাবি, সেন্টার কমিটি এই টাকা নির্ধারিত করেছে এবং এটি সম্পূর্ণ বৈধ ও নিয়মমাফিক। পাল্টা আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য কোনও বাড়তি টাকা নেওয়া বেআইনি। এই নিয়ে তারা দীর্ঘক্ষণ স্কুলের সামনে আন্দোলন ও হইচই চালিয়ে যায়।
উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি-র বাইরে বাড়তি অর্থ সংগ্রহ নিয়ে বিভিন্ন সময় বিতর্ক দানা বেঁধেছে। আইনত, ফি বকেয়া থাকার কারণে কোনও পড়ুয়ার অ্যাডমিট কার্ড বা পরীক্ষা আটকানো যায় না। কিন্তু বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ যে যুক্তি দিচ্ছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে দিনগুলিতে মাধ্যমিক পরীক্ষা হবে, সেই দিনগুলিতে সকাল ছ'টা থেকে বেলা ১২টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। তবে এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল, মাছের মতো জরুরি পণ্যবাহী ভারী গাড়ি সকাল আটটা পর্যন্ত যাতায়াত করতে পারবে। পরীক্ষা কেন্দ্রগুলির সামনে যান নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়া পরীক্ষা চলাকালীন যে সব বিধি জারি থাকে, সেই বিধি এবারও জারি থাকছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।