Madhyamik Exam 2026: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2026)। এই নির্বাচনের আগেই দুই বড় পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হতে চলেছে। এই দুই পরীক্ষা নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Madhyamik 2026 Dates: ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) কারণে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik) তারিখে বদল হবে কি না, তা নিয়ে সংশয় ছিলই। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সবদিক বিবেচনা করে প্রায় এক সপ্তাহ এগিয়ে আনা হল মাধ্যমিক পরীক্ষা। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আগামী বছর ২০২৬ সালে পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। সব বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে দুপুর দুটোয়। প্রথম ১৫ মিনিট অর্থাৎ ১০টা ৪৫ থেকে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নপত্র দেখার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। সকাল ১১টায় শুরু হবে মূল পরীক্ষা। যা চলবে টানা তিন ঘন্টা।

মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ

মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলেও শারীরশিক্ষা, সমাজসেবা এবং কর্মশিক্ষা পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে। প্রধান বিষয় যেমন বাংলা, ইংরেজি-সহ আরও ১১টি প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি ও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে। মিউজিক ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল পরীক্ষা নেওয়া হবে ২ ঘণ্টা ১৫ মিনিট ধরে। এই বিষয়ে থিয়োরি এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করা হবে কলকাতায়। তবে পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে মধ্যশিক্ষা পর্ষদ। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর ক্ষেত্রে থিয়োরি পরীক্ষা হবে ২ ঘন্টা ৪৫ মিনিটের। এই বিষয়ে প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন স্কুলেই হবে এবং তা স্কুলগুলিই আয়োজন করবে। ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে সময় নির্ধারিত হয়েছে ১ ঘন্টা ৪৫ মিনিট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।