মাধ্যমিকের ফলাফল দেখতে ক্লিক করুন এখানে, রেজাল্টের ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ জানতে

Published : May 01, 2025, 03:04 PM ISTUpdated : May 01, 2025, 11:25 PM IST

Madhyamik result 2025: শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবিদক সম্মেলনে ফল প্রকাশ করবে। ফল জানাযবে ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ।  

PREV
112
কয়েক ঘণ্টা অপেক্ষা

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

212
মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশ

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ৯টার সময় পর্ষদ প্রথম সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করবে। তারপরই তা ওয়েবসাইটে দেওয়া হবে।

312
দুটি ওয়েবসাইটে ফল

মধ্যশিক্ষা পর্ষদ আরও জানিয়েছে পর্ষদের ওফিসিয়াল অ্যাকাউন্টে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওয়েবসাইট দুটি হল-wbresults.nic.in / wbbse.wb.gov.in থেকে ফলাফল জানতে পারবেন।

412
ওয়েবসাইটে ফল জানতে হলে-

ওয়েবসাইটে ফল জানাতে হলে প্রথম পর্ষদের উল্লিখিত যে একটি ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে। তাতেই জানা যাবে ফলাফল।

512
মোবাইল অ্যাপ

মোবাইল অ্যাপ থেকেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানায়াবে। তার জন্য যেতে হবে iresults.net/wbbse-app-এ।

612
ফলাফল জানাস সময়

পর্ষদ ৯টায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবে। তারপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইট আর মোবাইল অ্যাপে জানা যাবে ফলাফল।

712
স্কুলে রেজাল্ট

আগামিকাল, শুক্রবারই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিলি করা হবে।

812
ক্যাম্প অফিস

বোর্ড নিজের ক্যাম্প অফিস থেকে প্রথমে মার্কশিট বিলি করবে। একই সঙ্গে দেওয়া হবে শংসাপত্র। ক্যাম্প অফিসে মার্কিশিট আর সার্টিফিকেট বিলি করা হবে সকাল ১০টা থেকে। তারপরই সেগুলি স্কুলে পৌঁছেগেলে সেখান থেকে বিলি করা হবে পড়ুয়াদের জন্য।

912
পরীক্ষার্থীর সংখ্যা

পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্যে ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন।

1012
কতদিন পরে ফল প্রকাশ

মাধ্যমিক পরীক্ষার প্রায় ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি।

1112
কড়া নজরদারিতে পরীক্ষা

রাজ্যের ২ হাজার ৬৮৩টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। গত বছরের মতো এ বছরেও কড়া নজরদারিতে পরীক্ষার আয়োজন করা হয়। মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ ছিল।

1212
মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন বদল

প্রথমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। যদিও পর্ষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল ২ মে-ই ফল প্রকাশ করা হবে। 

Read more Photos on
click me!

Recommended Stories