২ মে কটার সময় ওয়েবসাইটে জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট? রইল মার্কশিট বিলির সময়

Published : Apr 27, 2025, 07:07 PM ISTUpdated : Apr 27, 2025, 07:08 PM IST

Madhyamik Result 2025:মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী ২ মে আর্থাৎ আগামী সপ্তাহের শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রইল ওয়েবসাইটের নাম আর সময়। 

PREV
112
মাধ্যমিক পরীক্ষার

পড়ুয়াদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা স্বভাবতই বেশি।

212
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন।

312
২ মে ফল প্রকাশ

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী ২ মে আর্থাৎ আগামী সপ্তাহের শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

412
সময়

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে সকা ৯টায়।

512
পরীক্ষার্থীরা ফল জানবে

মাধ্যমিক পরীক্ষার ফল একই দিনে অর্থা ২ এপ্রিল জানতে পারবে পরীক্ষার্থীরা।

612
সাংবাদিক সম্মেলন

পর্ষদ সূত্রে খবর আগামী ২ র মে ঠিক সকাল ৯ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। তারপরই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

712
ওয়েবসাইট

পর্ষদের তরফে জানানো হয়েছে মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর ছাত্র- ছাত্রীরা wbresults.nic.in / wbbse.wb.gov.in থেকে ফলাফল জানতে পারবেন।

812
ফল জানার উপায়

ফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের রেজিস্ট্রেশন নম্বর আর জন্ম তারিখ দিতে হবে। তারপরই ফল জানা যাবে ওয়েবসাইটে।

912
ওয়েবসাইটে ফল দেখার সময়

পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীরা শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ফল দেখতে পারবেন।

1012
মার্কশিট বিলি

স্কুলগুলি থেকে ২ মে সকাল ১০:০০ টা থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা।

1112
পরীক্ষার্থীর সংখ্যা

পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্যে ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন।

1212
কতদিন পরে ফল প্রকাশ

মাধ্যমিক পরীক্ষার প্রায় ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি।

click me!

Recommended Stories