Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ৩০০০ টাকা পেতে চান? আজই এই ফর্ম জমা দিন

Published : Apr 27, 2025, 11:15 AM IST

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার নয়া ঘোষণা। এবার নাকি ৩০০০ টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে! রাজ্যের মহিলাদের সামনে মে মাস থেকেই দারুণ সুযোগ।

PREV
113

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা।

213

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।

413

সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে।

513

লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে।

613

এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

713

তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১০০০ টাকা।

813

আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হল সরকারের তরফে।

913

জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা করে।

1013

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না।

1113

তবে মে মাস থেকেই কম করে ৩ হাজার টাকা পাবেন সকলে।

1213

একমাত্র আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা।

1313

এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে ৩ হাজার টাকা।

click me!

Recommended Stories