তাঁর এনার্জির উৎস 'সেক্স'! প্রচারের গাড়িতে আদৌ ঠিক কী বলেছিলেন মহুয়া মৈত্র! জেনে নিন আসল ঘটনা

Published : Apr 18, 2024, 01:52 PM ISTUpdated : Apr 18, 2024, 02:17 PM IST
mahua Moitra

সংক্ষিপ্ত

এক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করছেন এই যে সারাদিন এই কাজের মধ্যে থাকেন তিনি, তাঁর সোর্স অফ এনার্জি বা এনার্জির উৎস কী! শুনে নিন কী উত্তর দিলেন মহুয়া মৈত্র।

রাত পোহালেই শুরু হয়ে যাবে মহারণ। লোকসভা ভোট ২০২৪-এর প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ হয়েছে ইতিমধ্যেই। বাকি দফার ভোট গ্রহণের জন্য জোরদার প্রচার চলছে নানা দলের। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নানা জায়গায় প্রচার গাড়িতে ঘুরে প্রচার করেছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। সেই প্রচারের মধ্যেই সাংবাদিকদের জন্য সময় বের করছেন তাঁরা। দিচ্ছেন সাক্ষাতকার।

এরকমই একটি কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিস্ফোরক জবাব দিতে শোনা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে। এক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করছেন এই যে সারাদিন এই কাজের মধ্যে থাকেন তিনি, তাঁর সোর্স অফ এনার্জি বা এনার্জির উৎস কী! শুনে নিন কী উত্তর দিলেন মহুয়া মৈত্র।

 

 

শুনলেন তো! অবাক হলেন নাকি হাঁ হয়ে গেলেন? নেটিজেনদের অবস্থাও আপনারই মতো। তাঁরাও কার্যত দ্বিধাবিভক্ত এই উত্তর শুনে। মহুয়া মৈত্র যেভাবে পরিষ্কার বলে দিলেন যে সঙ্গম বা যৌন মিলনই হল তাঁর সারাদিনের সোর্স অফ এনার্জি, তা শুনে রীতিমত তাঁকে ট্রোল করা শুরু করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

 

 

তাহলে জেনে নিন গোটা ঘটনাটি কী হয়েছে। মহুয়া মৈত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল সারাদিনের কাজের এনার্জির উৎস কী। তিনি বলেন এগস (ডিম)। সেখান থেকে শব্দ বিকৃত করে এই ভিডিও ভাইরাল করা হয় বলে দাবি সাংবাদিকের। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই তিনি টুইট করে গোটা ঘটনা সামনে আনেন। পরিষ্কার জানান শব্দটি বিকৃত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র
'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার