
Suvendu Adhikari : 'ভাইপো'কে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! পরিণামও স্মরণ করিয়ে দিলেন
Suvendu Adhikari : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত 'সেবাশ্রয়' ক্যাম্প নিয়ে কড়া আক্রমণ শানিয়ে শুভেন্দু দাবি করেন, সেখানে দেওয়া ওষুধের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। নন্দীগ্রামের স্বাস্থ্য পরিষেবা কার্যত ধুঁকছে দাবি করেছেন বিরোধী দলনেতা
Suvendu Adhikari : সম্প্রতি নন্দীগ্রামে তৃণমূলের উন্নয়নের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে বিজেপি কর্মী গৌরাঙ্গ ঘড়াকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশি 'অত্যাচারের' বিরুদ্ধে নন্দীগ্রামে প্রায় দেড় হাজার সমর্থককে নিয়ে এক বিশাল প্রতিবাদ পদযাত্রা ও সভার নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। সভা থেকে তিনি স্পষ্ট জানান, ধৃত কর্মীকে তিনি জামিন করাবেন এবং পুলিশের এই অন্যায্য ধরপাকড়ের বিরুদ্ধে শেষ দেখে ছাড়বেন।
বিরোধী দলনেতা অভিযোগ করেন, গ্রেফতারির সময় নন্দীগ্রাম থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা গৌরাঙ্গ ঘড়ার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছে। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই এসসি কমিশনে (SC Commission) নালিশ জানানো হয়েছে এবং আদালত খুললেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিশেষ করে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কড়া সমালোচনা করেন।
পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত 'সেবাশ্রয়' ক্যাম্প নিয়ে কড়া আক্রমণ শানিয়ে শুভেন্দু দাবি করেন, সেখানে দেওয়া ওষুধের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। নন্দীগ্রামের স্বাস্থ্য পরিষেবা কার্যত ধুঁকছে দাবি করে তিনি সাধারণ মানুষকে ওই ক্যাম্পের ওষুধ ও রক্তদান শিবির থেকে দূরে থাকার পরামর্শ দেন। শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজনীতি এবং নন্দীগ্রামের স্থানীয় মহলে বিতর্ক তুঙ্গে পৌঁছেছে।