Malda News: মণিপুরের ঘটনার ছায়া মালদায়, পকেটমার সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ

Published : Jul 22, 2023, 10:26 AM ISTUpdated : Jul 22, 2023, 10:27 AM IST
West Bangal Crime

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-এ দেখা যায় (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) জনসাধারণ বাজারে পকেটমার সন্দেহে দুই নারীকে আটক করে লাঞ্ছিত করে।

পশ্চিমবঙ্গের মালদায় দুই মহিলাকে নগ্ন করে নির্মমভাবে লাঞ্ছিত করার ঘটনা চমকে উঠেছে সকলে। নারীদের পোশাক খুলে নির্দয়ভাবে মারধর করা হয় বলে জানা যাচ্ছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদা জেলার পাকুয়াহাট এলাকায়। প্রতি মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-এ দেখা যায় (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) জনসাধারণ বাজারে পকেটমার সন্দেহে দুই নারীকে আটক করে লাঞ্ছিত করে। এবং তাদের জামাকাপড় খুলে জুতা দিয়ে আক্রমণ করতে দেখা যায়।

জানা যাচ্ছে, হামলাকারী দুই নারী মানিকচকের বাসিন্দা। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। এদিকে এত দিন প্রকাশ্যে হামলা চালিয়েও পুলিশ কেন আসেনি তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়েও উঠতে শুরু করেছে বিভিন্ন মহল। উল্লেখ্য এর আগে মণিপুরে, যেখানে ২ জন উপজাতীয় মহিলাকে উলঙ্গ করে মিছিলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ঘটনাটি দেশকে ব্যাপক ধাক্কা দেয়। এই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। দেশজুড়ে এর তীব্র বিরোধিতা চলছে। মহিলার অভিযোগ, হাওড়া জেলার পাঁচলা এলাকায় তৃণমূলের ৪০ জন সদস্য তাঁর ওপর হামলা চালায়। মহিলা আরও অভিযোগ করেছেন যে তৃণমূল দলের সদস্যরা তার জামাকাপড় ছিঁড়ে, তাকে নগ্ন করে এবং তাকে গ্রাম জুড়ে মিছিলে টেনে নিয়ে যায়। ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

 

 

প্রসঙ্গত, প্রসঙ্গত মণিপুর ইস্যু নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে প্রথমেই মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী। সভার শুরুতেই মণিপুর প্রসঙ্গ টেনে মমতা বললেন,'মহিলাদের ইজ্জত নিলে, আগামীদিনে মহিলারাই আপানাদের ভারত থেকে দূরে ছুঁড়ে পেলে দেবে।' নাম না করেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। পাশাপাপাশি নির্যাতিতার পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এদিন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে নিশানা করে মমতা বলেন,'এরা মহিলাদের ইজ্জত লুঠ করছে। মনে রাখবেন মায়েরাই আমাদের দুর্গা, কালী, সীতা সাবিত্রী, বিলকিস, জাহানারা।'

আরও পড়ুন -

মণিপুরে প্রকাশ্যে আরও একটি ভয়ঙ্কর ভিডিও, কাটা মাথার ভিডিও ঘিরে চাঞ্চল্য

'প্রশাসন যদি একটু সক্রিয় হত...', সরকারের ভূমিকায় প্রশ্ন তুললেন মণিপুরের সর্বহারা মা

বৃষ্টি মাথায় নিয়েই আগুনে পোড়া মঙ্গলাহাট পরিদর্শনে মমতা, তিনটি প্রস্তাব দিলেন ব্যবসায়ীদের

PREV
click me!

Recommended Stories

৭ জেলায় ঘন কুয়াশার সতর্কতা, আরও কত ডিগ্রি নামবে তাপমাত্রা? রইল আপডেট
Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার