সংক্ষিপ্ত

মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের তদন্ত করবে সিআইডি। সেখানে গিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আগুন লাগে মঙ্গলাহাটে। পুড়ে যায় প্রচুর দোকান।

 

মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের তদন্ত করবে সিআইডি। বৃষ্টি মাথায় নিয়ে মঙ্গলাহাটে গিয়ে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীদের সঙ্গে। পাশাপাশি মঙ্গলাহাটে কারা আগুন লাগাচ্ছে তাও ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চান মমতা। তবে জানিয়ে দেন মঙ্গলাহাটে কী করে আগুন লেগেছে তা তাঁর জানা নেই। তবে তাঁর সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার শহিদ দিবসের পরই হাওড়ার মঙ্গলাহাটে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাতে আগুন লাগে মঙ্গলাহাটে। পুড়ে যায় প্রচুর দোকান। পুজোর আগেই দোকানে আগুন লাগায় ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হয়েছে। মমতা এদিন ব্যবসায়ীদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রেখে তাদের তিনটি প্রস্তাবও দিয়েছেন।

মমতার প্রস্তাবঃ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন মঙ্গলাহাটের জমির মালিক কে বা কারা? তা তাঁর জানা নেই। তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছেও সেটি জানতে চান। তবে সেখান থেকে কোনও সদুত্তর না পেয়ে মমতা বলেন এই বিষয়ে খোঁজ খবর নিতে তিনি জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। তারপরই তিনি বলেন যদি দেখা যায় জমির মালিক সরকার তাহলে মঙ্গলাহাট যেখানে রয়েছে সেখানে নতুন মার্কেট তৈরি করে দেওয়া হবে । সেখানে নিরাপত্তার পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা করা হবে।

২. মমতা আরও বলেন, যদি দেখা যায় সকার মালিক নয় ওই জমির - দিনের পর দিন লিজে দেওয়া হয়েছে তাহলে আসল মালিককে খুঁজে বার করে কথাবার্তা বলে সরকার জমিটি নেওয়ার চেষ্টা করবে। তারপর সেখানে নতুন মার্কেট তৈরি করে দেওয়া হবে।

৩. সম্পূর্ণ বিকল্প ব্যবস্থার কথাও বলেন মমতা। তিনি বলেন, সাঁতাগাছি বাইপাসেরর ধারে ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পারেন কিনি। যদিও মঙ্গলাহাটের ব্যবসায়ীরা সেখানে যেতে রাজি নন। তাদের দাবি দীর্ঘ দিন ধরেই তাঁরা মঙ্গলহাটে ব্যবসা করছেন। সেখানেই লাভের মুখ দেখেছেন। তাই মঙ্গলাহাট থেকে তাঁরা যেতে রাজি নন। পাল্টা ব্যবসায়ীরা তাদের হাটের জায়গাতেই কোনও ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান মমতার কাথে।

মমতা এদিন জানিয়েছেন মঙ্গলাহাটের আগ্নিকাণ্ডের কারণ জানতে ও গোটা বিষয়টি খতিয়ে দেখতে হাওড়ার জেলা শাসক, মন্ত্রী অরূপ রায়, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনীর আধিকারিকদের নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। তিনি সিদ্ধান্ত্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতাও চেয়েছেন।