বেতন বন্ধ প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষের! বড় সিদ্ধান্তের পথে কলেজ কমিটি

Published : Sep 19, 2025, 04:28 PM IST
Frontend Developer India salary

সংক্ষিপ্ত

Malda Pakuahata College: কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগে মালদার পাকুয়াহাট কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেরানি গৌরাঙ্গ মণ্ডলের বেতন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলেজ পরিচালন সমিতি। পরবর্তীতে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

এবার শিক্ষানগনেও দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে কলেজের প্রাক্তন টিআইসি বর্তমান করনিক বিরুদ্ধে বেতন বন্ধের সিদ্ধান্ত নিল পরিচালন কমিটি। মালদার বামন গোলা ব্লকের পাকুয়াহাট কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ ও কেরাণিক গৌরাঙ্গ মন্ডল দীর্ঘদিন ধরে কলেজে না আসা এবং একাধিক ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগের শোকজের জবাব না পেয়ে তাদের বেতন বন্ধের সিদ্ধান্ত নিলো কলেজ পরিচালন কমিটি। তাছাড়াও কলেজের আরো এক বাংলা বিভাগের অধ্যাপক ডাঃ পরেশনাথ দাসের বিরুদ্ধে অবৈধ ভাবে বাড়িতে টিউশন পড়ানোর ভিডিও ভাইরালের ঘটনায় তাকে আপাতত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঘটনাটি বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের পাকুয়াহাট ডিগ্রী কলেজের। বৃহস্পতিবার তিনজনকেই চিঠি ও ই-মেইল মারফত বিষয়টি জানিয়েছেন কর্তৃপক্ষ। যদিও টিআইসি ও বর্তমান করণিক এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন নি।

কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ

বিষয় প্রসঙ্গে কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ সনাতন দাস বলেন, প্রাথমিক তদন্তে সার্ভিস অফ ইন্ডিয়া নামক সংস্থার নামে যথাক্রমে ৪২ লক্ষ ৩০ হাজার ও ৫৮ লক্ষ ১০ হাজার টাকা অবৈধ ভাবে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। আগামীতে বিভাগীয় তদন্ত করা হবে অভিযুক্তদের বিরুদ্ধেই।

জানা যায়, প্রায় ছয় মাস আগে কলেজ পরিচালন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডাঃ সনাতন বাবু। এরপর থেকেই কলেজের বিভিন্ন ক্ষেত্রে অসংগতি বুঝতে পারেন তিনি। অভিযোগ অবৈধ কারণ দেখিয়ে প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ ও কেরাণিক গৌরাঙ্গ মন্ডল দীর্ঘদিন ধরে কলেজে আসেন না। একাধিকবার চিঠি ও ই-মেইল মারফত বিষয়টি তাদের জানালে কোন উত্তর দেন না তারা। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তদন্তে কোন অসঙ্গতি থাকলে বা তদন্তে কোন সহযোগিতা না করলে আগামী দিনে তাদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ এবং কেন্দ্রীয় এজেন্সির সংস্থার দ্বারস্থ হতে হবে পরিচলন কমিটি আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর

রাজনৈতিক তরজা

দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান পাকুহাট ডিগ্রী কলেজে যে আর্থিক দুর্নীতি হয়েছে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফ্রিজের টাকার কোন হিসাব নেই আমরা সাধুবাদ জানাই নতুন যে পরিচালন কমিটির এই আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে নিয়ে এসেছে আসলে শিক্ষাঙ্গনে পরিচালন কমিটি বা কলেজ কলেজ পরিচালন কমিটির সব ক্ষেত্রে তৃণমূলের মা তারা সভাপতি হয়ে বসে থাকে। এবং এর সঙ্গে শিক্ষানগণের কিছু আমলারাও এই দুর্নীতির সাথে যুক্ত থাকে। আমরা এর দুর্নীতির বিরুদ্ধে এ নতুন পরিচালন কমিটির সঙ্গে রয়েছি।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান পাকুহাট ডিগ্রি কলেজের যে অভিযোগ সামনে এসেছে এটা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার নিশ্চিত থাকুন যারা তো তারা শাস্তি পাবে আর বিজেপি কি বলল না বলল সেটা আমরা মাথায় রাখি না বিজেপি দল অভিযোগ পার্টি দলে পরিণত হয়েছে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal SIR News: ভোটার লিস্টে জীবিত বৃদ্ধা হয়ে গেল ‘মৃত’! ফর্ম না পেয়ে চরম আতঙ্কে গোটা পরিবার
'ভারতবর্ষের কোথাও বাবরি মসজিদ করতে দেব না', রাজ্যসভায় হুঙ্কার শমীক ভট্টাচার্যের