বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধের হুঁশিয়ারি, বিতর্কে তৃণমূলের জেলা সভাপতি

Published : Sep 07, 2025, 12:01 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Tmc News: প্রকাশ্য সভামঞ্চ থেকেই বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুঁশিয়ারি তৃণমূলের অঞ্চল সভাপতির। বিস্ফোরক মন্তব্যে শুরু বিতর্ক। 

Malda Tmc News: এবার মঞ্চ থেকে তালিবানি কায়দায় হুমকি, বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। এলাকায় বিজেপি করলে বয়কট করে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার নিদান। সাংসদকে পেটানোর হুমকি। ফের একের পর এক বেফাঁস মন্তব্য করে তুমুল বিতর্কে মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। যদিও বক্সীকে পাল্টা খোঁচা জেলা বিজেপির। সূত্রের খবর, ফের মঞ্চ থেকে বেফাঁস বেলাগাম মন্তব্য জেলা তৃণমূল সভাপতির। এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান। সাংসদকে পেটানোর হুঁশিয়ারি। তুমুল বিতর্কে মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।

সূত্রের খবর, শনিবার বিকেলে মালদহের মালতিপুর বিধানসভার এনায়েতনগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিনরাজ্যে বাঙালিদের উপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই, জেলা পরিষদ সদস্যা রেহেনা পারভীন প্রমুখ। সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য করে বসেন রহিম বক্সী। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে নাম না করে তিনি বলেন, ''যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে, তার গলায় এমন ভাবে অ্যাসিড ঢালবো যাতে কন্ঠ বন্ধ হয়ে যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে। এখানে যারা বিজেপি করছে, প্রতিবাদ করছে না। তাই এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলব বয়কট করুন। বিজেপির পতাকা ছিঁড়ে দিন।''

এদিকে চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে ২৪ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন তৃণমূল। যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয়। বিভিন্ন কর্মসূচি থেকে বারবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করেন তিনি। যদিও নিজের মন্তব্যের স্বপক্ষে সংবাদ মাধ্যমের সামনে জেলা সভাপতির দাবি,"আমি কোন অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি।"এই নিয়ে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?
West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন