বিজেপির বাংলা বনধের মধ্যেই TMCPর প্রতিষ্ঠা দিবস, একমঞ্চে থাকবেন মমতা-অভিষেক

বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধের দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে উপস্থিত থাকবেন। আরজি কর হত্যাকাণ্ডের পর এটিই হবে তৃণমূলের প্রথম বড় রাজনৈতিক অনুষ্ঠান।

Saborni Mitra | Published : Aug 27, 2024 4:52 PM IST

বুধবার বিজেপি ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ। এই দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। শাসক দলের ছাত্র সংগঠনের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি কর হত্যাকাণ্ডের পরে এটাই প্রথম তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অনুষ্ঠান, যেখানে শাসক দলের শীর্ষ দুই নেতা ও নেত্রী উপস্থিত থাকবেন। তাঁরা তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে কী বার্তা দেন তাই এখন দেখার।

বুধবার তৃণমূল দলীয় কর্মসূচিতে প্রচুর মানুষের জয়ামেত চাইছ। ইতিমধ্যেই টিএমসিপির পক্ষ থেকে তা নিয়ে প্রচার শুরু করেছে। তৃণমূলের এক নেতার কথায় আরজি কর-কাণ্ডের পরে ১৪ অগাস্ট রাত দখল অনুষ্ঠানে প্রচুর ছাত্র-ছাত্রী পথে নেমেছিল। তাই তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রছাত্রীদের ভিড় চাইছে। পাশাপাশি বিজেপির ডাকা বাংলা বনধের দিনেই বড় ভিড় তৃণমূলের কাছে পাল্টা চ্যালেঞ্জ।

Latest Videos

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে মমতা ও অভিষেককে একই মঞ্চে দেখা যাবে। যদিও আরজি কর-কাণ্ডর পর থেকেই নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন অভিষেক। ধর্ষণের তীব্র নিন্দা করেছেন। কিন্তু আরজি কর -কাণ্ডের আঁচ নিজের গায়ে লাগতে দেননি। আরজি কাণ্ডের পর এই প্রথম তৃণমূলের কর্মসূচি হচ্ছে। আরজি কর ইস্যুতে নাগরিক সমাজের প্রতিবাদও ক্রমশ জোরাল হচ্ছে। এই অবস্থায় তৃণমূলের কর্মসূচি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা দেবে বলেও মনে করছে অনেকে।

অন্যদিকে বুধবার বিজেপির ডাকা বাংলা বনধ হবে না। মঙ্গলবার সন্ধ্যে বিজেপি বাংলা বনধ ঢাকার কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্যকে স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে নবান্ন। রাজ্যবাসীর কাছে রাজ্য প্রশাসনের আবেদন তারা যাতে স্বাভাবিক নিজেদের জীবন স্বাভাবিক রাখেন। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য নির্দেশিকাও জারি করেছে নবান্ন।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |