TMC Candidate List: ব্রিগেডের জনগর্জন সভায় বড় চমক তৃণমূলের, প্রার্থী তালিকা প্রকাশ মমতার

ব্রিগেডের জনসভাতে বড় চমক। জনসভা থেকেই প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।  সাধারণত নির্বাচনের দিন ঘোষণার পরই প্রার্থী তালিকা প্রকাশ করে ঘাসফুল শিবির। 

Saborni Mitra | Published : Mar 10, 2024 9:25 AM IST / Updated: Mar 10 2024, 03:08 PM IST

ছক ভাঙা ব্রিগেডের জনসভা তৃণমূল কংগ্রেসের। ব্রিগেডের জনসভা থেকেই লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের ৪২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যবাসীর কাছে বড় চমক। পাশাপাশি প্রার্থী তালিকাতেও রয়েছে বড় চমক। ব্রিগেডের জনসভাতেই রাজ্যের ৪২ প্রার্থীকে সঙ্গে নিয়ে ব়্যাম্পেও হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ব্রিগেডের জনসভাতেই প্রার্থীদের নিজেই পরিচয় করিয়ে দেন ভোটারদের সঙ্গে।

লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাঃ

Latest Videos

 

  1. কোচবিহার জগদীশচন্দ্র বসুনিয়া
  2. আলিপুরদুয়ার প্রকাশ চিক বরাইক
  3. জলপাইগুড়ি নির্মলচন্দ্র রায়
  4. দার্জিলিং গোপাল লামা
  5. রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী
  6. বালুরঘাট বিল্পব মিত্র
  7. মালদা (উঃ) প্রসূণ বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন আইপিএস)
  8. মালদা (দঃ) শাহনওয়াজ আলি রেহান
  9. জঙ্গিপুর খলিলুর রহমান
  10. বহরমপুর ইউসুফ পাঠান
  11. কৃষ্ণনগর মহুয়া মৈত্র
  12. দমদম সৌগত রায়
  13. বারাসত কাকলি ঘোষ দস্তিদার
  14. বসিরহাট হাজি নজরুল ইসলাম
  15. যাদবপুর সায়নী ঘোষ
  16. কলকাতা(উঃ) সুদীপ বন্দ্যোপাধ্যায়
  17. কলকাতা (দঃ) মালা রায়
  18. হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়
  19. উলুবেড়িয়া সাজদা আহমেদ
  20. শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  21. হুগলি রচনা বন্দ্যোপাধ্যায়
  22. আরামবাগ মিতালি বাগ
  23. তমলুক দেবাংশু ভট্টাচার্য
  24. কাঁথি উত্তম বারিক
  25. ঘাটাল দেব
  26. মেদিনীপুর জুন মালিয়া
  27. ঝাড়গ্রাম কালীপদ সরেন
  28. বর্ধমান-দুর্গাপুর কীর্তি আজাদ
  29. আসানসোল শত্রুঘ্ন সিনহা
  30. বীরভূম শতাব্দী রায়
  31. পুরুলিয়া শান্তিরাম মাহাত
  32. বাঁকুড়া অরূপ চক্রবর্তী
  33. বনগাঁ বিশ্বজিৎ দায়
  34. রানাঘাট মুকুটমণি অধিকারী
  35. ব্যারাকপুর পার্থ ভৌমিক
  36. বর্ধমান (পূঃ) শর্মিলা সরকার
  37. বোলপুর অসিত মাল
  38. মথুরাপুর বাপি হালদার
  39. জয়নগর প্রতিমা মণ্ডল
  40. ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়
  41. বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খাঁ
  42. মুর্শিদাবাদ আবুতাহের খান

 

সবথেকে আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেখানে নাম রয়েছে ১৯৫ জন প্রার্থীর। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারনা বিজেপির প্রার্থী তালিকাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী মমতা। রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে কিছুটা হলেও পার্যুদস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ব্রিগেডের জনসভা থেকে দলের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেফেলেছেন মমতা-অভিষেক। শেষ মূহুর্তে কিছু অদল বদল হতে পারে। তবে ৪২টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। কিন্তু কটি আসনের প্রার্থীদের নাম ব্রিগেডের জনসভা থেকে ঘোষণা হবে তা এখনও নিশ্চিত নয়।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati