ব্রিগেডের জনসভাতে বড় চমক। জনসভা থেকেই প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সাধারণত নির্বাচনের দিন ঘোষণার পরই প্রার্থী তালিকা প্রকাশ করে ঘাসফুল শিবির।
ছক ভাঙা ব্রিগেডের জনসভা তৃণমূল কংগ্রেসের। ব্রিগেডের জনসভা থেকেই লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের ৪২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যবাসীর কাছে বড় চমক। পাশাপাশি প্রার্থী তালিকাতেও রয়েছে বড় চমক। ব্রিগেডের জনসভাতেই রাজ্যের ৪২ প্রার্থীকে সঙ্গে নিয়ে ব়্যাম্পেও হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ব্রিগেডের জনসভাতেই প্রার্থীদের নিজেই পরিচয় করিয়ে দেন ভোটারদের সঙ্গে।
লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাঃ
সবথেকে আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেখানে নাম রয়েছে ১৯৫ জন প্রার্থীর। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারনা বিজেপির প্রার্থী তালিকাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী মমতা। রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে কিছুটা হলেও পার্যুদস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ব্রিগেডের জনসভা থেকে দলের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেফেলেছেন মমতা-অভিষেক। শেষ মূহুর্তে কিছু অদল বদল হতে পারে। তবে ৪২টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। কিন্তু কটি আসনের প্রার্থীদের নাম ব্রিগেডের জনসভা থেকে ঘোষণা হবে তা এখনও নিশ্চিত নয়।