চতুর্থ দফা ভোটের দিনেই ফলাফলের ভবিষ্যদ্বাণী মমতার মুখে, লোকসভা নির্বাচনে কি খেলা ঘুরছে

সোমবার চতুর্থ দফা ভোটের দিন বনগাঁয় ভোট প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেন, '৪০০ আসন তো দূরের কথা, ২০০ আসনও পাবে না বিজেপি।'

 

লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণের দিলেন ফলাফল ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর ভবিষ্যদ্বাণীতে বিজেপির আসন সংখ্যা নেমে এসেছে তলানিতে। অন্যদিকে মমতা অনেকটাই এগিয়ে রাখতে বিরোধী জোট ইন্ডিয়াকে। যদিও এই রাজ্যে ইন্ডিয়া জোট নেই বলেও দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কারণ কংগ্রেসের সঙ্গে জোট করেননি মমতা। আর সিপিএম-এর সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই তৃণমূলের। শূন্য পাওয়া সিপিএমকে এখনও মমতা প্রবল প্রতিদ্বন্দ্বী বলেও মনে করেন।

সোমবার চতুর্থ দফা ভোটের দিন বনগাঁয় ভোট প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেন, '৪০০ আসন তো দূরের কথা, ২০০ আসনও পাবে না বিজেপি।' মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণী বিজেপি ১৯৫ টি আসনের মধ্যেই আটকে যাবে। তার বেশি আসন পাবে না। উল্টে ইন্ডিয়া জোট পেতে পারে ৩০০-৩১৫টি আসন। মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রচার মঞ্চ থেকেই দাবি করেন, 'এখনও যা হিসেব তাতে ভোট খুব ভাল হয়েছে। আর সেটা বুঝে বাবুদের মুখ শুকিয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে এবার আর দিল্লিতে ফিরছেন না মোদীবাবু।' মমতা আরও বলেন, 'আমার কাছে হিসেবআছে বিজেপি ৪০০ তো দূর ২০০ও পার করতে পারবে না।'

Latest Videos

বনগাঁর জনসভা থেকে মমতা বলেন, মোদীবাবু চলে যাবে। দিদি রাজ্যের মানুষের সঙ্গেই থাকবে। 'দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে। আজকের যে ভোট হয়েছে তার হিসেব এখনও আমি জানি না। তবে এপর্যন্ত যা হয়েছে তাতে বলে দিতে পারি বিজেপি বড়োজোর ১৯৫ আসন পাবে। আর ইন্ডিয়া গোটা দেশে ৩০০-৩১৫টি আসন পাবে।'

চলতি লোকসভা নির্বাচনে ৪০০আসনের স্লোগান তুলেছিল বিজেপি। বিজেপির দাবি ছিল পর্যাপ্ত আসন পেলে দেশের উন্নয়ন দ্রুত হবে। কিন্তু প্রথম তিন দফার পরই সেই স্লোগান আর শোনা যায়ি বিজেপির ছোটবড় নেতা -নেত্রীদের মুখে। পর্যবেক্ষকদের মতে বিজেপি যা আসা করেছিল তেমন প্রতিফল পড়ছে না ইভিএম-এ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee