Sandeshkhali: 'অভিযোগ তুলে নিলে দায়িত্ব নেবে না বিজেপি,' সন্দেশখালির মহিলাকে 'হুমকি' রেখা পাত্রর

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানউতোর চলছে।

শুধু নতুন ভিডিও-ই নয়, ধর্ষণের অভিযোগ প্রত্যাহার ঘিরেও সন্দেশখালিতে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। বরিসহাটেের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে দলবল নিয়ে এক মহিলার বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ওই মহিলা শেখ শাহজাহান, শিবু হাজরা ও তাদের দলবলের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেন। এখন তিনি সেই অভিযোগ প্রত্যাহার করতে চাইছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিজেপি। এই কারণেই হুমকি দিয়েছেন রেখা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করলে বিজেপি-র আর কোনও দায়িত্ব থাকবে না। রেখার এই হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মহিলা। তিনি নিরাপত্তার আর্জি জানিয়ে সন্দেশখালি থানার দ্বারস্থ হয়েছেন।

পাহারায় সন্দেশখালি থানার পুলিশ

Latest Videos

সন্দেশখালি থানা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে এই মহিলা থানায় আসেন। তিনি জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি অভিযোগ করেছেন, হুমকি দিয়েছে বিজেপি। এই কারণেই তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। পাশাপাশি ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে চান বলেও জানান এই মহিলা। তিনি পুলিশের সাহায্য চাইছেন। তবে এই মহিলার জন্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করেনি সন্দেশখালি থানা। তাঁর বাড়ির সামনে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

সন্দেশখালির 'স্টিং অপারেশন' নিয়ে তোলপাড়

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালির 'স্টিং অপারেশন' শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে, সন্দেশখালিতে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এর পিছনে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই অভিযোগ অস্বীকার করে শাসক দলকে পাল্টা আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবার দাবি করা হয়েছে, সন্দেশখালির ঘটনা সাজানো। গ্রামের মহিলাদের ভুল বুঝিয়েছে বিজেপি। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সন্দেশখালি নিয়ে বড় দাবি ইডির, শাহজাহানের দৌলতে জমি দখলের টাকা পেয়েছে রাজ্যের কয়েকজন মন্ত্রী- বেনিয়ম টেন্ডারেও

সন্দেশখালি কান্ডে বড় ধাক্কা খেল তৃণমূল সরকার! সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের

“তৃণমূলের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে” সন্দেশখালি ঘটনায় চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী