তিনি দলের শেষ কথা! বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে এই কথা মনে করিয়ে আর কী কী বললেন মমতা

Published : Feb 10, 2025, 04:08 PM IST
Mamata Banerjee clarifies her government position on Bangladesh issue in assembly says PM Modi must intervene bsm

সংক্ষিপ্ত

পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন কয়েক জন তৃণমূল কংগ্রেস বিধায়কদের ধমক দিয়েছেন, তেমনই কয়েকজনের প্রশংসাও করেছেন। 

দল আর সরকারে তিনি শেষ কথা! বিধানসভায় (Assembly) পরিষদীয় দলের বৈঠকে (Mamata's Legislative Party Meeting) আবারও সেই কথা মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, সোমবার থেকেই বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। এদিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক করেন মমতা। সেখানে বিধায়কদের দলীয় শৃঙ্খলার পাঠ দিলেন। পাশাপাশি আবারও মনে করিয়ে দিলেন তিনি শেষ কথা। কারণ এর আগেও একাধিকবার এই একই বার্তা তিনি দলের আন্দরে আর প্রকাশ্যে দিয়েছেন।

সূত্রের খবর, এদিন পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন কয়েক জন তৃণমূল কংগ্রেস বিধায়কদের ধমক দিয়েছেন, তেমনই কয়েকজনের প্রশংসাও করেছেন। পাশাপাশি পরিষদীয় দলকে মমতা বলেছেন, বুথ ও ব্লক স্তরে কারা কারা দলের দায়িত্বে থাকবে সে ব্যাপারে বিধায়করা যেন মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে তাদের পরামর্শ দিয়ে দেন। আলাদা ফাইল করে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অরূপের কাছে সেই নামগুলি জমা দিতে নির্দেশ দিয়েছেন মমতা। মমতা আরও জানিয়েছেন, প্রতিটি স্তরের জন্য তিনটি করে নাম জমা দিতে বলেছেন। তারপর তিনি সবটা দেখে নেবেন। মমতার এই মন্তব্যে আরও একবার তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক স্তরে রদবদলের জল্পনা উস্কে দিয়েছে।

সূত্রের খবর, পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেব, তিনি দল দেখে নেবেন। দলে সকলকে নিয়ে চলতে হবে বলেও জানিয়ে দিয়েছে। তিনি আরও বলেছেন, দলীয় বিষয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না। বিধায়কদের স্পষ্ট করে দিয়েছেন, একই ভুলের জন্য বারবার ক্ষমা তিনি করবেন না।

অন্যদিকে এদিন বৈঠকে মমতা দলের কয়েকজন বিধায়ককে রীতিমত ধমক দিয়েছেন বলে সূত্রের খবর। যার মধ্যে রয়েছেন আসানসোলের মেয়র কথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্য়ায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও মদন মিত্র। পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্রকে বলেছেন, জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির সমস্যা যাবতীয় সমস্যা মিটিয়ে নিতে। মোটকথা বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতেই দলের বিধায়কদের উদ্দেশ্যে এদিন বার্তা দিয়েছেন মমতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর