বাঘ তাড়াতে গিয়ে ভয়ানক কাণ্ড! বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, হুলুস্থুল পরিস্থিতি কুলতলীতে

Published : Feb 10, 2025, 03:48 PM IST
Tiger

সংক্ষিপ্ত

জেটি ঘাটের কাছে রবিবার বিকালে রাজকুমার সাফুঁই নামে এক স্থানীয় যুবক বসেছিল। ঠিক তখনই তার নজরে আসে যে জেটিঘাট সংলগ্ন শ্মশান ঘাটের কাছে একটি বাঘ গ্রামের দিকে ঘোরাঘুরি করছে। ওই দৃশ্য দেখে বাঘ বাঘ চিৎকার করে ওই যুবকটি সাইকেল ফেলে দৌড়ে বাড়িতে চলে যায়।

গ্রামে ঢুকেছে বাঘ, শুনেই গ্রামে গিয়েছিলেন বনকর্মীরা। আর সেখানেই ঘটল এক ঘটনা । বাঘের আক্রমণে জখম হয়েছেন এক বনকর্মী। জানা যায়, বাঘের থাবা ও কামড়ে তিনি রক্তাক্ত হয়েছেন । আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে কোলকাতায় । আর এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ এলাকায়।

গ্রামবাসীরা জানিয়েছেন, কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ নয় নম্বর মুলার জেটি ঘাটের কাছে রবিবার বিকালে রাজকুমার সাফুঁই নামে এক স্থানীয় যুবক বসেছিল। ঠিক তখনই তার নজরে আসে যে জেটিঘাট সংলগ্ন শ্মশান ঘাটের কাছে একটি বাঘ গ্রামের দিকে ঘোরাঘুরি করছে। ওই দৃশ্য দেখে বাঘ বাঘ চিৎকার করে ওই যুবকটি সাইকেল ফেলে দৌড়ে বাড়িতে চলে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বাঘ ঢুকে পড়ার খবর। এরপর ওই যুবকের জ্যাঠামশাই শম্ভু সাফুঁই লাঠিসোটা সহ এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপ ঝাড়ের মধ্যে এসে দেখেন বাঘের টাটকা পায়ের ছাপ। যদিও সেসময় বাঘ তাদের নজরে আসেনি। সকলের অনুমান, লোকজনের আনাগোনা দেখে বাঘটি ঝোপঝাড়ে মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সঙ্গে সঙ্গে গ্রাম থেকে সেই বাঘ ঢোকার খবর জানানো হয় বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসে। সেই সঙ্গে জানানো হয় স্থানীয় মৈপীঠ উপকূল থানায়। বাঘ ঢোকার খবর পেয়ে দ্রুত নৌকায় জাল নিয়ে পৌঁছে যায় বনকর্মীরা। জাল। জেটি ঘাটে চলে আসে পুলিশ কর্মীরাও। এরপর যাতে বাঘটি কোনভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে সেই জন্যই গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয় বনদপ্তরের তরফে। এতকিছুর পরেও নাকি গ্রামের দিকে জালের কাছে চলে এসেছিলো বলে দাবি গ্রামবাসীদের। বাঘটি মূলত বৈঠাভাঙি জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরান নদীর শাখা ওরিয়াননালা পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়েছে বলেই অনুমান। বাঘটি আবার যাতে রাতের অন্ধকারে নিজের জঙ্গলে ফেরত যেতে পারে সে জন্য জঙ্গলের দিকটা খুলে রাখা হয়েছে। সেইসঙ্গে গ্রামের দিকে নদী বাঁধের ওপর রাত প্রহরার বন্দোবস্ত করা হয়েছে।সোমবার সকাল হতেই আবারও পায়ের ছাপ দেখে বাঘের অবস্থান জানার কাজ শুরু করেন বন কর্মীরা। জানা যায়, সেই সময় অন্যমনস্ক এক বনকর্মীর গায়ের উপর থাবা দিয়ে বসিয়ে তাকে ঘায়েল করে বাঘটি। বাঘটিকে তাড়িয়ে তড়িঘড়ি অন্য বনকর্মীরা জখম হওয়া কর্মীকে উদ্ধার করেন। অবস্থা গুরুতর হওয়ায় ওই বনকর্মীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্গে ফের শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির! শুভেন্দুর উপস্থিতিতেই বিজেপিতে বড় যোগদান
বর্ষবরণের রাতে দিঘায় ঘুরে বেড়াবে প্রমোদ তরী, বিচ উৎসবে ঘিরে উন্মাদনা বাড়বে পর্যটকদের