Madhyamik 2025: পরীক্ষা চলাকালীন রাজ্যের সব সরকারি হাসপাতালে থাকছে সিক বেড, বড় ঘোষণা

Published : Feb 10, 2025, 10:21 AM IST
Madhyamik 2024

সংক্ষিপ্ত

জীবনের প্রথম পরীক্ষা ছাত্রছাত্রীদের। 

শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সোমবার, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে থাকছে সিক বেড। কোনও ছাত্র বা ছাত্রী যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে যাতে দ্রুত চিকিৎসা শুরু করা যায় তাই এই ব্যবস্থা। 

অন্যদিকে, পরীক্ষাকেন্দ্রে যাতে দ্রুত পরীক্ষার্থীরা পৌঁছে যেতে পারে, সেইজন্য বাড়তি সরকারি বাসও পথে নামিয়েছে পরিবহণ দফতর। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “আমরা সবদিক দিয়ে তৈরি আছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের পাশে আছেন। তাই সবাই আনন্দ করে পরীক্ষা দাও।"

বলা চলে, কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক (Madhyamik Exam 2025)। তবে শুধু মাধ্যমিক নয়, মাদ্রাসার পরীক্ষাও সোমবার থেকেই শুরু হচ্ছে। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৯৫৩ জন। তার মধ্যে ছাত্রী রয়েছেন ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন এবং ছাত্র ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন। 

অন্যদিকে, প্রশ্ন ফাঁস নিয়েই বিরাট বার্তা দেন শিক্ষামন্ত্রী। প্রশ্নফাঁস রুখতে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসন বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বলে জানান ব্রাত্য।। ওদিকে মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ২ জন। দুটি পরীক্ষাই শুরু হবে সকাল ১০.৪৫ মিনিট থেকে (Madhyamik 2025 News)। 

প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য রাখা হয়েছে। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট রাখা চলবে না। পরীক্ষা চলাকালীন যদি হাতেনাতে ধরা পড়ে, তাহলে তাঁর পরীক্ষা সোজা বাতিল করে দেওয়া হবে। 

মনে রাখা ভালো, গত বছর ৪৫ জনের পরীক্ষা এই কারণেই বাতিল হয়েছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস