বুধবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে এই বিষয় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সবিস্তারে বোঝালেন তিন ভাষার ফর্মুলা।
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিন ভাষার ফর্মুলা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রীসভার বৈঠকে নয়া শিক্ষানীতিতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। বুধবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে এই বিষয় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সবিস্তারে বোঝালেন তিন ভাষার ফর্মুলা।
সোমবার মন্ত্রীসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নয়া শিক্ষানীতি প্রবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যের সরকারি বেসরকারি সব স্কুলে বাংলা বাধ্যতামূলক করারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি উঠতে থাকে। এবার যাবতীয় বিভান্তি মেটাতে গোটা বিষয়টিকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী জানান,'সরকার তিনটি ভাষার কথা বলেছেন। এর মধ্যে এক নম্বরে থাকবে মাতৃভাষা। অন্য দুটি ভাষা পড়ুয়ারা নিজের পছন্দমত বেছে নিতে পারে। অর্থাৎ যাঁরা বাংলা মিডিয়ামে পড়ে তাঁদের প্রথম ভাষা বাংলা। দ্বিতীয় ও তৃতীয় ভাষার জায়গায় নিজের ইচ্ছেমত ইংরেজি, হিন্দি, নেপালি, গুরুমুখী... যেকোনও ভাষা নিতে পারে। সবই বিকল্প হিসেবে থাকবে।'
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,'অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে যাকা পড়ে তাদের প্রথম ভাষা অলচিকি। পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ আছে। শুধু মনে রাখতে হবে, তিন ভাষার ফর্মুলায় এক নম্বরে থাকবে মাতৃভাষা। বাকি দুটি ভাষা পড়ুয়ারা নিজেরা বেছে নিতে পারবেন।' তিনি আরও জানিয়েছেন স্থানীয় জনজাতি কোন ভাষায় কথা বলে তাই দিয়েই প্রথম ভাষার নির্ধারণ হবে।