বিজেপির প্যান B কী? বসিরহাটে হাজি নুরুলের সমর্থনে সভা থেকে বড় ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published : May 21, 2024, 04:59 PM IST
Mamata Banerjee targets Modi and CPM over cancellation of SSC panel bsm

সংক্ষিপ্ত

চলতি বছরের শুরুতেই সন্দেশখালি ইস্যুতে উত্তাল গোটা রাজ্য। যার আঁচ পড়েছিল দেশেও। এবার সেই সন্দেশখালি ইস্যুতেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিতর্কিত বসিরহাটে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির প্ল্যান বি ফাঁস করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বসিরহাটের তৃমণূল কংগ্রেস প্রার্থী হজি নুরুল জিতবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, হাজি নুরুল জিতলে প্রথমে তিনি সন্দেশখালি সফর করবেন। তিনি বলেন, 'বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েক দিন পরেই আমার প্রথম ভিজিট হবে সন্দেশখালি। তার কারণ আমি আপানাদের দেখতে যাবে।' পাশাপাশি রাজ্যের মহিলাদের সম্মান নিয়ে বিজেপি নোংরা খেলা খলছে বলেও অভিযোগ করেন তিনি।

চলতি বছরের শুরুতেই সন্দেশখালি ইস্যুতে উত্তাল গোটা রাজ্য। যার আঁচ পড়েছিল দেশেও। এবার সেই সন্দেশখালি ইস্যুতেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন এই রাজ্য থেকে বেশি ভোট পেতে বিজেপি দুটি প্ল্যান করেছে। একটি প্ল্যান এ , দ্বিতীয়টি প্ল্যান বি। প্ল্যান এ কার্যকর হয়নি। তা সন্দেশখালির মানুষই প্ল্যান এ বাতিল করে দিয়েছে। বসিরহাটে প্রচারে গিয়ে তিনি বলেন, 'ভোটের আগে প্ল্যান এ ছিল সন্দেশখালি। সেখানকার মা ও বোনেরাই তা বাতিল করে দিয়েছে।' তিনি আরও বলেন, তারপরই বিজেপি প্ল্যান বি কার্যকর করার চেষ্টা করছে।

মোদীর পুরী সফর নিয়ে একী বললেন বিজেপি প্রার্থী সম্বিত পাত্র? বিরোধীদের হাতে যেন লোপ্পাই বল

কী এই প্ল্যান বি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্ল্যান বি হল- ধর্মস্থানে অশান্তি কার্যকর করা। তিনি আরও বলেন, 'প্ল্যান বি এখনও কার্যকর রয়েছে।' এর পরই তিনি ধর্মস্থানে অশান্তির কয়েকটি ঘটনাও তুলে ধরেন। তারপরই তিনি সন্দেশখালিসহ বসিরহাটের মানুষের কাছে আবেদন জানান, বিজেপির ফাঁদে পা দিয়ে কেউ যাতে রাজ্যে অশান্তি ডেকে না আনে।

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় অমানবিক, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে খোঁচা দিলেন দেবাংশু

এদিন তিনি সন্দেশখালির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, রাজ্যের মহিলাদের অপমান করার ঘটনা রাজ্যে যা ঘটেছে তার জন্য তিনি রাজ্যবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। বলেন মা ও বোনেদের অসম্মানের খেলা যাতে আর কেউ না খেলে। তিনি আরও বলেন, এই বিষয়গুলি সামনে না এলে মানুষ জানতেই পারত না বিজেপির ষড়যন্ত্র কী ছিল।

পুরীর জগন্নাথমন্দিরের রহস্যেঘেরা রত্নভাণ্ডারের তৃতীয় চাবি কোথায়? ভোট প্রচারে মোদীর কটাক্ষ মুখ্যমন্ত্রীকে

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sports News: পাওয়ারলিফটিংয়ে বিশ্বসেরা, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি ‘পাওয়ার গার্ল’
কাল থেকেই ভোট প্রচার শুরু বিজেপির, একদিনে ১৩০০০ পথসভা গেরুয়া শিবিরের