ভিডিও ফুটেজে যা দেখা যাচ্ছে তা হল গাড়ি থেকে নেমে মমতা সুস্থভাবেই হেলিকপ্টারের দিকে এগিয়ে যান। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। সেখানেই পড়ে যান।
আবারও দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও দুর্ঘটনাস্থল তৃণমূল কংগ্রেস নেত্রীর হেলিকপ্টার। এদিন দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেখান থেকেই মমতা যাচ্ছিলেন আসানসোলে। কিন্তু হেলিকপ্টারে উঠে আসনে বসার সময়ই তিনি আচমকা পড়ে যান। একটি ভিডিও ফুটেজে তা ধরা পড়েছে। ইতিমধ্যেই মমতার পড়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে যা দেখা যাচ্ছে তা হল গাড়ি থেকে নেমে মমতা সুস্থভাবেই হেলিকপ্টারের দিকে এগিয়ে যান। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। ধীরে ধীরে হেঁটে ভিতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছেই অল্প হোঁচট খান। তারপর হেলিকপ্টারে আসনের সামনেই মমতা পড়ে যান।
তবে এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরের সভায় উপস্থিত হয়েছিলেন। পড়ে গেলেও সভা বাতিল করেননি। তবে সেই সভায় উপস্থিত হয়ে নিজের চোট নিয়ে কোনও কথাই বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তী সভায় উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় তাঁর সরকারের হয়ে সওয়াল করেন। পাল্টা বিরোধীদের তোপও দাগেন।
এর আগে পঞ্চায়েত ভোটের সময়ই প্রচারে বেরিয়ে হেলিকপ্টারের দুর্ঘটনার কবলে পড়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর কোমরে চোট লেগেছিল। তাই নিয়েই প্রচার করেন। চলতি বছরও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েয়েছিলেন। গত ১৪ মার্চ সেই সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তাঁর একাধিক পরীক্ষাও হয়। মমতা যদিও হাসপাতালে থাকেননি। কিন্তু বাড়িতেই চিকিৎসা হয়েছিল। এই ঘটনার ৪৪ দিন পরে আবারও আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়।