“তৃণমূলের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে” সন্দেশখালি ঘটনায় চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

Published : Apr 27, 2024, 09:48 AM IST
Minister Suvendu Adhikary inaugurate new project to control flood in Howrah

সংক্ষিপ্ত

“তৃণমূলের সঙ্গে পুলিশের যোগসাজশ হয়েছে” বাঁকুড়া থেকে তোপ শুভেন্দুর

সন্দেশখালি থেকে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র। ঠেলা সামলাতে নামাতে হল ন্যাশনাল সিকিউরিটি গার্ড। সিবিআইয়ের অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। বিস্ফোরক উদ্ধারে নামাতে হয় এনএসজির রোবট। এদিন বাঁকুড়ার সভা থেকে এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশ থাকার দাবি করলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেছেন “পুলিশই অস্ত্র ঢুকিয়েছে। ওখানকার এক পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম, এসপি মেহেদি হাসানরা সহযোগিতা করেছেন। অধিকাংশ অস্ত্র চিনে তৈরি। বাংলাদেশের সাতক্ষীরা থেকে তা এনেছে শেখ শাহজাহান।”

 

 

শুভেন্দু জানান, "বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে সব জমি ফেরাবে। তৃণমূল জঙ্গল খেয়েছে। সুবর্ণরেখা, কংসাবতীর অস্তিত্ব আছে? প্রকৃতি মাকে ধ্বংস করছে। ৫টি বালিঘাট বৈধ হলে ৫০টাই অবৈধ। এখানকার কিছু লোককে নিয়ে ভাইপো ব্যবসা করছেন আর গরিব মানুষকে শেষ করছেন বলে মন্তব্য শুভেন্দুর।"

 

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়