WB Dearness Allowance: আগামী সপ্তাহেই মিলতে পারে সুখবর! সরকারি কর্মীদের বকেয়া ২৫% ডিএ মেটাতে শুরু নবান্নের তোড়জোড়

Published : Jun 23, 2025, 09:25 AM IST

সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ২৫% মহার্ঘ ভাতা মেটাতে প্রস্তুতি শুরু করেছে নবান্ন। জুন মাসের মধ্যেই সরকারি কর্মীদের বেতন অ্যাকাউন্টে জমা পড়তে পারে বকেয়া ডিএ-র ৮০%।

PREV
19

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া ২৫% মহার্ঘ ভাতা মেটাতে আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন।

29

নবান্নের সূত্র অনুসারে জুন মাসের মধ্যেই মহার্ঘ ভাতা দিতে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। যে কোনও সময়েই মিলতে পারে খবর।

39

সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ-এর ২৫% জুন মাসের মধ্যেই দিতে হবে।

49

আর এই বকেয়া মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। 

59

একই সঙ্গে দীর্ঘ মেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিস এর মাধ্যমে আরও ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।

69

রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতাএর পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। আর বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে রাজ্যের খরচ হবে ১০ হাজার কোটি টাকা।

79

সূত্রের খবর রাজ্য সরকার কর্মরত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা-র ২৫%-এর ৮০ শতাংশ তাদের বেতন অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়ে দেবে। বাকি ২০ শতাংশ প্রভি়ডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেবে।

89

বর্তমানে মমতা সরকারের হাতে রয়েছে ৮ হাজার কোটি টাকা। আরও ২ হাজার কোটি টাকা জোগাড় করার চেষ্টা করা হচ্ছে।

99

আর পেনশনভোগীদের মহার্ঘ ভাতা পুরোটাই পেনশন অ্যাকাউন্টে জমা করবে সরকার।

Read more Photos on
click me!

Recommended Stories