সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ২৫% মহার্ঘ ভাতা মেটাতে প্রস্তুতি শুরু করেছে নবান্ন। জুন মাসের মধ্যেই সরকারি কর্মীদের বেতন অ্যাকাউন্টে জমা পড়তে পারে বকেয়া ডিএ-র ৮০%।
আর এই বকেয়া মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।
59
একই সঙ্গে দীর্ঘ মেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিস এর মাধ্যমে আরও ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।
69
রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতাএর পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। আর বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে রাজ্যের খরচ হবে ১০ হাজার কোটি টাকা।
79
সূত্রের খবর রাজ্য সরকার কর্মরত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা-র ২৫%-এর ৮০ শতাংশ তাদের বেতন অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়ে দেবে। বাকি ২০ শতাংশ প্রভি়ডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেবে।
89
বর্তমানে মমতা সরকারের হাতে রয়েছে ৮ হাজার কোটি টাকা। আরও ২ হাজার কোটি টাকা জোগাড় করার চেষ্টা করা হচ্ছে।
99
আর পেনশনভোগীদের মহার্ঘ ভাতা পুরোটাই পেনশন অ্যাকাউন্টে জমা করবে সরকার।