দক্ষিণবঙ্গে আগামী দু-তিন দিন বৃষ্টি কম থাকলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব-পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম। আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
210
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
310
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত।
উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত।
510
পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত।
610
মৌসুমী অক্ষরেখা আগ্রা, জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা।
710
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম। আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায়।
810
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
910
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝড়ো বাতাস সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।
1010
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।