DA Case: ডিএ মামলায় বড়সড় ধাক্কা! মমতা সরকারকে মেটাতে হবে ২৫% বকেয়া, কত করে পাবেন কর্মীরা

Published : May 19, 2025, 09:52 AM IST

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারকে গ্রুপ 'এ', 'বি', 'সি' এবং 'ডি' কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে। এর ফলে রাজ্যের কোষাগার থেকে আনুমানিক ১০,০০০ কোটি টাকা খরচ হতে পারে। চূড়ান্ত শুনানি আগস্টে।

PREV
110

ডিএ (Dearness Allowance) মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে মমতা সরকার। সুপ্রিম নির্দেশ মতো গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মচারীদের বকেয়ার ২৫ শতাংশ আপাতত রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে।

210

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে। সেই নির্দেশ মতো রাজ্য সরকারের কোষাগার থেকে আনুমানিক ১০,০০০ কোটি টাকার মতো খরচ হতে পারে।

410

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য।

510

রাজ্য সরকারি কর্মচারীদের প্রদত্ত হিসাব অনুযায়ী, গ্রুপ ‘এ’ কর্মচারীদের মাথাপিছু ৭-৮ লাখ টাকা বকেয়া ডিএ রয়েছে। লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়েছে এ রাজ্যের সরকারি কর্মীদের।

610

সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার চূড়ান্ত শুনানি হবে আগস্ট মাসে। এবার সেই সময় যদি সরকারকে ১০০ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হয়, তাহলে তার পরিমাণ হবে ৪০ হাজার কোটি।

710

দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, আগামী অগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। সেই সময় মামলার চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলা হয়েছে।

810

সুপ্রিম নির্দেশ মতো গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মচারীদের বকেয়ার ২৫ শতাংশ আপাতত রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে।

910

রাজ্য সরকারি কর্মচারীদের প্রদত্ত হিসাব অনুযায়ী, গ্রুপ ‘এ’ কর্মচারীদের মাথাপিছু ৭-৮ লাখ টাকা বকেয়া ডিএ রয়েছে। গ্রুপ ‘বি’ কর্মীদের মাথাপিছু ৫ লাখ টাকা, এবং গ্রুপ ‘সি’ কর্মীদের মাথাপিছু ৩.৫- ৪ লাখ টাকার মতো বকেয়া রয়েছে। গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে তার পরিমাণ ১.২৫- ২.৫ লাখ টাকা।

1010

দালতের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে মমতা সরকারকে।

Read more Photos on
click me!

Recommended Stories