'প্রধানমন্ত্রীকেও উনিই কন্ট্রোল করেন'! SIR নিয়ে BLA-দের ৫টি নির্দেশ দিয়ে আর কী বললেন মমতা

Published : Dec 22, 2025, 02:29 PM IST
CM Mamata Banerjee has instructed BLAs to conduct door to door scrutiny in Bhabanipur

সংক্ষিপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি কেন্দ্রের বিজেপি সরকার, নির্বাচন কমিশন আর সিপিএমকে চড়া সুরে আক্রমণ করেন। 

SIR ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের সঙ্গে। সেখানেই তিনি রাজ্যের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হন। বিজেপি থেকে শুরু করে নির্বাচন কমিশনকেও নিশানা করেন। তিনি নাম না করে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাজ্যে এসআইআর আতঙ্কে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন এই মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।

কমিশনকে আক্রমণ

নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লজক্যাল ডিসক্রিপেন্সিতে কী ভাবে ভোটাররা কাজ করবেন , সেই সংক্রান্ত কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। ফলে হাজার হাজার ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি কী ভাবে এত স্বল্প সময়ে দূর হবে! বিএলও, সুপারভাইজ়র, এআরও, ইআরও, ডিইও, সিইও— কারও বাস্তব কথা জানা নেই। শুনানি কোথায় হবে, তা নিয়ে এখনও কোনও সুষ্ঠু নির্দেশিকা হয়নি। ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। ২০ ডিসেম্বর নতুন নির্দেশ এসেছে, প্রত্যেক বিধানসভায় ১৫ জন করে স্বাধীন পর্যবেক্ষক হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনও হয়েছে! আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা, না বেরাজ্যের লোকেরা? গুজরাত, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়? শুনানি করবে? বাংলা বোঝে? সব কিছুর একটা সীমা থাকা দরকার। ইআরও-দের উপরে এক জন করে বিশেষ পর্যবেক্ষক রাখা হচ্ছে।'

নিশানায় সিপিএম

মমতা বলেন, বিএলও অ্য়াপে অনেকেরই ম্যাপিং হয়নি। তিনি বলেন ভাষা সংক্রান্ত সমস্যা হচ্ছে বিএলও-দের। এই প্রসঙ্গে তিনি নিশানা করেন সিপিএমকে। তিনি বলেন, '২০০২ সালে সিপিএম ছিল। মার্কা মারা দল। একেবারে অনেকের নাম তখন বাদ দিয়ে দিয়েছিল। নবপ্রজন্ম থেকে শুরু করে যারা তৃণমূল করত বেশিরভাগেরই নাম বাদ দিয়ে দিয়েছিল। আজ বুঝবে কী ভুলটাই করেছিল। মানুষ ক্ষমা করেনি। করবেও না। এখন বিজেপির দালালি করছে।'

অমিত শাহকে নিশানা না নাম করে

অমিত শাহের নাম না করেই মমতা নিশানা করেন। তিনি বলেছেন, 'তিনি টোটাল কন্ট্রোল করছেন। প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন না। আমার সন্দেহ আছে। প্রধানমন্ত্রীকেও উনিই কন্ট্রোল করেন। দেশটাকে উনি কন্ট্রোল করছেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায় তাহলে কী হতে পারে!' এসআইআর নিয়ে বৈঠকে মমতা ১০০ দিনের কাজ প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ দেওয়ারও তীব্র সমালোচনা করেন।

বিএলএ-দের নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন।

১। প্রত্যেক পোলিং স্টেশনে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটারদের তালিকা ওয়েবসাইটে এবং জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভা অফিসে প্রকাশিত হবে। সেই তালিকা অনুসারে বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে। তালিকাতে বাদ গিয়েছেন এমন ভোটার বাস্তবে আছেন কি না। যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায়, তবে এই ভোটারদের ফর্ম ৬ এবং অ্যানেক্সচার ৪ ইআরও-র কাছে জমা দিতে হবে নাম নথিভুক্ত করার জন্য

২। যে ভোটারদের বিএলও আনম্যাপড বলে চিহ্নিত করেছেন তাদের সকলে নোটিশ পেয়েছেন কিনা তা দেখতে হবে। এই ভোটারদের আগে থেকে ২০০২ সালের তালিকার কপি ও কমিশনের নির্ধারিত ১১টি প্রমাণপত্রের যে কোনও একটি সংগ্রহ করতে বলা হয়েছে। শুনানির সময় সকল ভোটার যাতে উপস্থিত থাকে তা নিশ্চিত করতে ।

৩। বিডিও অফিসে সরকার শিবির চালু করবে। সেখানে বিএলএ দের উপস্থিত থাকা জরুরি। তাদের দেখতে হবে যারা নোটিশ পেয়েছেন তারা উপস্থিত হচ্ছেন কিনা। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় তার দিকে নজর রাখতে হবে বিএলএদের।

৪। যে ব্যক্তিরা ফর্ম ৬, ফর্ম ৮ জমা দিচ্ছেন, তাঁর উপর নজর রাখতে হবে। সকলে যাতে নাম নথিভুক্ত করতে পারেন, তার জন্য আবেদনকারীকে সাহায্য করতে হবে। ২০ বছর বা তার বেশি বয়সিরা ফর্ম ৬ জমা দিলে, অনুসন্ধান করে দেখতে হবে তিনি সঠিক কি না। বাইরের ভোটারদের নাম যাতে রাজ্যের ভোটারদের তালিকায় কমিশন না ঢোকাতে পারে তার দিকে নজর দিতে হবে।

৫। যে সকল ভোটার ফর্ম ৮-এর মাধ্যমে নাম তুলতে চাইছে তাদের সম্পর্কে নিশ্চিত হবে হবে বিএলএ-দের। পরিযায়ী শ্রমিকদের সময়মত সব তথ্য দিতে হবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir : তৃণমূলের ঘর ভেঙে নয়া দল? নতুন দল ঘোষণার দিনেই পুলিশকে চরম হুঁশিয়ারি হুমায়ুনের
SIR-এ ২০০২ সালে নাম না থাকা ৩০ লক্ষ ভোটারের কী হবে? নথি নিয়ে বড় পদক্ষেপ কমিশনের