
Illegal Immigration: বেআইনিভাবে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার হল এক বাংলাদেশী (Bangladeshi) যুবক। তাকে হুগলি জেলার পাণ্ডুয়া থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান। সে বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। তাকে পাণ্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাংলাদেশী গ্রেফতার হয়েছে। এবার পাণ্ডুয়া থেকেও এই বাংলাদেশী গ্রেফতার হল। তার দাবি, বছর তিনেক আগে দালাল মারফত কলকাতায় আসে। সে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে থাকত। বেশ কিছুদিন হল পান্ডুয়ার তিন্না অঞ্চলে এসে বাস করছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। শনিবার রাতে পান্ডুয়া থানার পুলিশ এই বাংলাদেশী যুবককে গ্রেফতার করে। ধৃতকে রবিবার চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশী যুবকের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছু ছিল না বলে জানা গিয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছে, ‘বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধভাবে ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে পাণ্ডুয়ায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’
বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে অনেকে। কিছুদিন আগে নদিয়া জেলার তেহট্ট থানার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশী দম্পতিকে গ্রেফতার করে। এক দালালের মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে নদিয়ায় প্রবেশ করে তারা। এরপরই বেপাত্তা হয়ে যায় ওই দালাল। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে তারা তেহট্টের ছিন্নমস্তা মোড়ে এসে পৌঁছয়। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা এই দম্পতি ও তাঁদের শিশুসন্তানকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এই দম্পতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে। এরপরই তেহট্ট থানায় খবর দেওয়া হলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।