একদিকে ২৪-এর নির্বাচন অন্যদিকে পঞ্চায়েত, 'রণ কৌশল' গড়তে জোড়া বৈঠকে মমতা

শুক্রবার দুপুর দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। আবার এই দিনই বিকেলে সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদবের সঙ্গে ও বৈঠক করবেন মমতা।

২৪-এর নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। পদ্ম শিবিরের বিরুদ্ধে ইতিমধ্যেই চক্রবুহ তৈরি শুরু করেছে বিরোধী শক্তিগুলি। বাড়ছে আক্রমণের ধারও। কয়েকদিন আগেই এই মর্মে রাজধানিতে বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি। বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ শুক্রবার ফের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচন ছাড়াও এই মুহূর্তে মমতার ফোকাসে পঞ্চায়েত নির্বাচনও। সাগরদিঘির ঘটনার পূণরাবৃত্তি যাতে কোনও মতেই না ঘটে সেদিকেই জোর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একদিকে পঞ্চায়েত নির্বাচন, অন্যদিকে ২৪-এর লোকসভা। শুক্রবার জোড়া বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর শুক্রবার দুপুর দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। আবার এই দিনই বিকেলে সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদবের সঙ্গে ও বৈঠক করবেন মমতা।

সূত্রের খবর শুক্রবার দুপুর ২টো নাগাদ নিজের কালীঘাটের বাড়িতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন দলনেত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন দলের প্রথমসারির নেতা, বিধায়ক এবং সাংসদরা। বৈঠকে সাগরদিঘির উপনির্বাচনের হার, সংখ্যালঘু ভোট ইত্যাদির পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকার প্রসঙ্গ উত্থাপনের সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। শুক্রবারের বৈঠকে সাগরদিঘির অপ্রত্যাশিত হারের কথাও উঠে আসবে। উপনির্বাচকে ধাক্কা খেয়েই কি এবার পঞ্চায়েতে আদা জল খেয়ে লাগতে চলেছে দল? উঠছে সেই প্রশ্নও। ইতিমধ্যেই সাগরদিঘিতে হারের কারণ খুঁজতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন তৃণমূল সুপ্রিমো। বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এবং সংখ্যালঘু প্রতিমন্ত্রী গোলাম রব্বানী প্রসঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন। এখন পর্যন্ত পর্যালোচনায় পরাজয়ের ২৫টি কারণ উঠে এসেছে। এই কমিটি একটি পূর্ণাঙ্গ রিপোর্টও তৈরি করেছে বলে জানা যাচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীরা। আর কে কে এই বৈঠকে থাকতে পারেন তা এখনও জানা যায়নি। এদিনের বোইঠক মূলত দলের নীতি ও কর্মসূচি নির্ধারণের জন্য বলেই মনে করছেন দলের সদস্যরা।

Latest Videos

অন্যদিকে শুক্রবার বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রীর বাসভবনেই হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য পরিষ্কারভাবেই জানানো হয়েছে এই বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়। তবে দু'দলের নেতাদের মধ্যে এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। এই প্রসঙ্গে অবশ্য সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছন, ‘১৭ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অখিলেশ যাদব। এটি একটি সৌজন্য সাক্ষাৎ মাত্র। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন তাঁরা।’

আরও পড়ুন - 

শুক্রবারই কলকাতায় আসছেন অখিলেশ যাদব, তিন দিনের বঙ্গ সফরে আঁটোসাঁটো সূচি সমাজবাদী পার্টির শীর্ষনেতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অখিলেশ যাদব, ২৪-এর নির্বাচনের আগে মাটি শক্ত করতে কলকাতা সফরে সমাজবাদী পার্টির শীর্ষনেতা

সাগরদিঘির ঘটনার পূণরাবৃত্তি পঞ্চায়েতে নয়, তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury