'মুসলমান সুমন' বলি না, 'হিপোক্রেট' বলি: কবীর সুমনের 'বিছানায় সক্ষমতা'র প্রসঙ্গে তসলিমা নাসরিনের ছিছিক্কার

কবীর সুমনের ফেজ় টুপি পরা ছবি শেয়ার করে ফেসবুকে কার্যত তুলোধোনা করেছেন বিশ্ববরেণ্য লেখিকা। খোঁচা দিয়েছেন রাজনৈতিক দলবদল নিয়েও।

Web Desk - ANB | Published : Mar 16, 2023 5:03 PM IST

১৬ মার্চ, বৃহস্পতিবার বাঙালির প্রিয় গীতিকার কবীর সুমনের জন্মদিন। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক সাক্ষাৎকারে নিজের যৌনজীবন নিয়ে বেশ সুস্পষ্ট আলোচনা করেছেন কবীর সুমন। তিনি বলেছেন, ৭৫ বছর বয়সেও তিনি বিছানায় দারুণ সক্ষম। নারীরাই তাঁকে সমৃদ্ধ করেছেন বলে মন্তব্য তাঁর। নিজের ‘অফুরান এনার্জির রহস্য’ সম্পর্কে বলতে গিয়ে কবীর সুমন স্পষ্টই জানিয়েছেন, ‘মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব।' তাঁর এই কথাগুলিকে একেবারেই সহজভাবে নেননি লেখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি ফেসবুক পেজে একটি লম্বা পোস্ট লিখে তসলিমা নাসরিন কার্যত ঘোষণাই করে দিয়েছেন যে, এই কারণগুলোর জন্যই তিনি কবীর সুমনকে শ্রদ্ধা করেন না। দীর্ঘ পোস্টে তসলিমা লিখেছেন, 'এই সুমনকে আমি 'মুসলমান সুমন' বলি না, এই সুমনকে আমি 'হিপোক্রেট সুমন' বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ রসুল নামাজ রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।'

তসলিমা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমি বুঝি না, সাংবাদিকরা যখন তাঁর ইন্টারভিউ নেয়, কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কেউই জিজ্ঞেস করে না। বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন, পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের? মানুষটার আদর্শ বলে কোনওকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়। একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না। তাঁর নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তাঁরা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনও প্রমাণ হয়।’

সুমনের কথায় প্রশ্ন তুলে লেখিকা আরও লিখেছেন, ‘আমার আজ সন্দেহ হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনও বিশ্বাস করতেন না, এখনও বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তাঁর প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামোর ক্ষেত্রেও তাঁর প্রতিভার তুলনা হয় না। 

শেষ লাইনে বিশ্ববরেণ্য তথা বিতর্কিত লেখিকা সুমনের প্রসঙ্গে এও জুড়ে দিয়েছেন যে, 'মনে আছে ২০০৭ সালে তিনি আমার বিরুদ্ধে তান্ডব করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন?’

আরও পড়ুন-

নীল ড্রামের মুখ খুলতেই বেরিয়ে এল মহিলার ক্ষতবিক্ষত পচা লাশ, বেঙ্গালুরু শহরে একই ধরনের খুনের নেপথ্যে কোন রহস্য?
রাহুর গ্রাসে কি ডুবে যাচ্ছে আপনার ভাগ্য? রাহুর দশায় কী কী ক্ষতি হয়, দোষ কাটাতে গেলে কী করবেন, জেনে নিন এখনই

কুষ্ঠিতে যদি বিরাজ করে রাহু গ্রহের অশুভ প্রভাব, তাহলে তা নিরাময় করবেন কীভাবে? জেনে নিন সহজ কয়েকটি উপায়

Share this article
click me!