Mamata Banerjee: কাল লন্ডনে শিল্প বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

Mamata Banerjee:লন্ডন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে তিনি শিল্প-বৈঠক করবেন। এর আগে বিদেশে এজাতীয় বৈঠক হয়নি। মঙ্গলারই লন্ডনের মাটিতে শিল্প বৈঠকে অংশ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Mamata Banerjee:লন্ডন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে তিনি শিল্প-বৈঠক করবেন। এর আগে বিদেশে এজাতীয় বৈঠক হয়নি। মঙ্গলারই লন্ডনের মাটিতে শিল্প বৈঠকে অংশ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি ও পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম। গত ফেব্রুয়ারিতে নিউ টাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল। সেখানে ব্রিটেনের শিল্প প্রতিনিধিরা উপস্থি ছিলেন। সেই সময়ই ঠিক হয়েছিল লন্ডনে গিয়ে মমতা তাঁদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার লন্ডনে স্থানীয় সময় দুপুর ২টোয় আর ভারতীয় সময় সন্ধ্যে ৭টায় হতে সেই বৈঠক।

বৈঠকের স্থান সেন্ট জেমস কোর্ট হোটেলের ১ নম্বর এডওয়ার্ডিয়ান হল। বাকিংহাম প্যালেসের কাছেই এই বিলাসবহুল হোটেল। এই হোটেলেই রয়েছেন তিনি। যদিও আগেও ওই হোটেলেই ছিলেন তিনি।

Latest Videos

ইউকে ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিলের তরফে ফেব্রুয়ারির বিজিবিএসে হাজির ছিলেন লর্ড ডেভিস-সহ বিলেতের একাধিক প্রথম সারির শিল্পপতি। মঙ্গলবারের বৈঠকেও তাঁরা থাকবেন বলে খবর। বিলেতের শিল্প মহল মূলত পাঁচটি বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সেগুলি হল- পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিকাঠামো, কৃষি, দক্ষতা ও সৃজনশীল ক্ষেত্র।

বাংলায় বিনিয়োগ টানার লক্ষ্যে এর আগে ২০২৩ সলে স্পেন ও দুবাই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে রয়েছেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ‍্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল । কলকাতা থেকে একই উড়ানে এসেছিলেন শিল্পপতি সত‍্যম রায়চৌধুরী এবং উমেশ চৌধুরী।

বিদেশ যাওয়ার আগে মমতা রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন। বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে যোগাযোগ থাকবে। বাংলার মা-মাটি -মানুষকে বলব আপনারা ভাাল থাকবেন।' সোমবার থেকেই লন্ডনে মমতার ঠাসা কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দিতে পরেন। মঙ্গলবার বাণিজ্য সম্মলনে যাওয়ার কথা রয়েছে। বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দিতে পরে। আগামী বৃহস্পতিবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মমতার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী