'মমতার ছবি নিয়ে রাজনীতি...', নাম না করে হুমায়ুন কবীরকে একী বললেন ফিরহাদ হাকিম

Published : Nov 19, 2024, 03:54 PM ISTUpdated : Nov 19, 2024, 03:56 PM IST
Mamata Banerjee is qualified enough as CM  Firhad Hakim rejects Humayun Karibar's claim without naming  bsm

সংক্ষিপ্ত

হুমায়ুন কবীরের প্রস্তাব উড়িয়ে দিলেন ফিরহাদ হাকিম। তবে তিনি নাম উচ্চারণ করেননি। ফিরহাদ বলেন, মমতা যথেষ্ট যোগ্য বলেও দাবি করেন ফিরহাদ হাকিম। 

প্রশাসন চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্যাপেবল। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি দক্ষতার সঙ্গে প্রশাসন চালাবেন। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দাবিকে এই ভাবেই উড়িয়ে দিলেন ফিরহাদ হকিম। মেয়র ও পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পাল্টা দাবি 'আমরা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যের ছবিকে সামনে রেখেই জয়লাভ করে থাকি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি থাকবে না... তখন যারা এই সব কথা বলছেন তারা বুঝতে পারবেন।' সোমবার বেলডাঙার বিধায়ক হুমায়ুন কবীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার প্রয়োজন বলে দাবি তুলে ছিলেন।

হুমায়ুন কবীর বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী করা হোক। আগেও একই দাবি তুলেছিলেন হুমায়ুন করীব। তিনি বলেছিলেন, প্রশাসনে অভিষেককে নিয়ে আসা অত্যন্ত জরুরি। এটাই সঠিক সময় অভিষেকের অভিষেক করার। তিনি আরও বলেছেন, অভিষেককে যদি পুলিশমন্ত্রী করা হয় তাহলে বাংলার মানুষের ভাল হবে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এই দাবি খারিজ করে ফিরহাদ হাকিম জানান,' অভিষেক আমাদের সন্তানের মত, যখন সময় আসবে তখন সে হবে। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায় কে বাদ দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশে বলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কে সামলানোর জন্য যথেষ্ট দক্ষ এবং পারদর্শী।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। একাধারে তিনি মন্ত্রী। অন্যদিকে তিনি কলকাতা পুরসভার মেয়র। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দীর্ঘদিন সঙ্গী ফিরহাদ হাকিম। তাঁর লড়াইয়ের সময়ের ফিরহাদকে পাশে পেয়েছিলেন মমতা। যাইহোক, এদিন দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আইটিসি পার্কে তার মূর্তিতে মাল্যদান করলেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, অসীম বসু সহ কলকাতা পৌর সংস্থা পৌর সচিব স্বপন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন। কলকাতা পৌর সংস্থা আয়োজিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন মণিপুরের ঘটনা নিয়ে ও সরব হন মেয়র। তার অভিযোগ একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি জাতীয়করণ করেছিলেন। আর বর্তমানে একজন প্রধানমন্ত্রী আছেন যিনি নিজের ঘনিষ্ঠ শিল্পপতি দের হাতে সরকারি সম্পত্তি কে বেসরকারীকরণ করে দিচ্ছেন বলে অভিযোগ তুলেন তিনি। এদিন শিয়ালদহ স্টেশনে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন যে শুধু এখনে নয় দেশের চারদিকে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে একটা এই রকম সরকার চলছে যারা মানুষ কে দমন পীড়ন করার নীতি নিয়ে চলে। একটি সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করা। মানুষের সঙ্গে মানুষ কে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা', হুঁশিয়ারি হুমায়ুনের
বাবরি মসজিদ বানানো! হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি মোহন ভাগবতের | Mohan Bhagwat | Babri Masjid