
Mamata Banerjee: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। তবে এই মুহূর্তে প্রশাসনের উদ্যোগে কিছুটা অশান্তি কমে এসেছে।
আর তারই মাঝে এবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee murshidabad visit)। আগামী ৫ মে, মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে, উপদ্রুত এলাকাগুলি পরিদর্শনে যেতে পারেন তিনি।
ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরসূচিও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ মে, সুতি বিধানসভা কেন্দ্রের ছাপঘাটি ময়দানে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তারপর দিন শামসেরগঞ্জের হিংসা কবলিত এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাহলে কি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কোনও বিশেষ প্যাকেজ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী (mamata banerjee cm time)?
এদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সভাস্থল তৈরির কাজ প্রায় শেষের দিকে। অন্যদিকে, এলাকার রাস্তাঘাটগুলি মেরামতির কাজ চলছে জোরকদমে। আর ঠিক সেই আবহেই মুখ্যমন্ত্রীর সফর নিশ্চিত হওয়ার পরেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।
বিশেষত, যে দোকানদারদের দোকানে ভাঙচুর চালানো হয়েছে এবং যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তারা মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে কার্যত বসে রয়েছেন। জেলা প্রশাসনের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী ৫ মে মুর্শিদাবাদ গেলেও, ঐ দিন আর কোনও সাধারণ কর্মসূচি থাকছে না মুখ্যমন্ত্রীর।
সেইদিন বহরমপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করবেন মমতা (mamata banerjee news)। ঠিক পরদিন, অর্থাৎ ৬ মে প্রথমে সড়কপথে জঙ্গিপুরের শামসেরগঞ্জে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে কয়েকটি গ্রামেও যাবেন তিনি। তারপর ধুলিয়ানে একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
সেটি শেষ করে ঐ দিন দুপুর ২টো নাগাদ সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক সারবেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই প্রশাসনের তরফ থেকে হিংসায় ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হয়েছে। শামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আগেই বাড়ি মেরামতির জন্য টিন, পাইপ, লোহার রড এবং ১০ বস্তা করে সিমেন্ট দেওয়া হয়েছে।
তাছাড়া সরকারি সাহায্য পাওয়ার পর, অনেকেই বাড়ি এবং দোকান সারানোর কাজ শুরুও করে দিয়েছেন। তবে অনেকের কাছে সেই সাহায্য যথেষ্ট নয় বলে জানা গেছে। তাদের দাবি, আপৎকালীন সামান্য কিছু সাহায্য নয়। বরং, ক্ষয়ক্ষতির পরিমাণ বিচার করে একটি প্যাকেজ ঘোষণা করুক রাজ্য সরকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।