'আমি পাহারাদার হিসেবে আপনাদের জন্য রয়েছি' , আলিপুরদুয়ারের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Jan 19, 2023, 02:36 PM ISTUpdated : Jan 19, 2023, 03:13 PM IST
 Mamata Banerjee

সংক্ষিপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আলিপুরদুয়ারে। তিনি বলেন তাঁর সরকার উত্তরবঙ্গ ও আলিপুরদুয়ারের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক কাজ করেছে। 

আলিপুরদুয়ার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্থানীয়দের লক্ষ্মীরভাণ্ডার-সহ একগুচ্ছ প্রকল্পের টাকা বিলি করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েদেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি সর্বদাই কাজ করেন। যারা বলে উত্তরবঙ্গ কিছু পায়না তারা ভ্রান্ত প্রচার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান চা শ্রমিকদের জন্য তাঁর সরকার চিন্তুতি। যেসব মহিলা চা শিল্পের সঙ্গে যুক্ত তাদের শিশু বা সন্তানদের রাখার জন্য রাজ্যের উদ্যোগে ক্রেস তৈরি করা হয়েছে। শুধুমাত্র ১১৩টি ক্রেস তৈরি হবে এই জেলার চা- শ্রমিক পরিবারের জন্য। তিনি আরও বলেন চা শ্রমিকদেক বাড়ির ব্যবস্থাও করা হবে। চা-বাগানের মালিক ও রাজ্য সরকার যৌথ উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন চা শ্রমিকদের টাকা তারা বাড়িয়েছেন। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড আর ইএসআই-এর ব্যবস্থা করা হবে।

আলিপুরদুয়ারে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন। তিনি বলেন এই সরকার নিজের উদ্যোগে ৪০ লক্ষ জবকার্ড হোল্ডারদের কাজের ব্যবস্থা করেছে। তিনি বলেন এই রাজ্যে বকেয়া রয়েছে ৬০ হাজার কোটি টাকা। তিনি বলেন, এবার থেকে আর কেন্দ্রের কাছ থেকে তিনি টাকা চাইবেন না। রাজ্যের মানুষই তাঁর পাশে রয়েছেন। তাদের সহযোগিতা তিনি পাবেন বলেও আশা করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না, অথচ এই রাজ্যে বারবার রেইড করছে। তিনি বলেন কেন্দ্রীয় সরকার এই রাজ্যে নদী ভাঙন, রাস্তা নির্মাণের জন্য কোনও টাকা দেয় না। তিনি বলেন এই জেলায় সেচের সমস্যা রয়েছে। আর সেই জন্য স্থানীয় প্রশাসনকে ক্যানেল কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন চাষের সুবিধের জন্য। তিনি উত্তরবঙ্গকে তাঁর সরকারকে বঞ্চিত করে না তাঁর সরকার। আর সেই কারণে উত্তরবঙ্গে বারবার তিনি যান আর রাজ্যের মন্ত্রীরা যান। তিনি এদিন বলেন গত একমাসে আলিপুরদুয়ারে তিনবার রাজ্যের বনমন্ত্রী এসেছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার এই রাজ্যের ওবিসিদের জন্য আলাদা কোটা তৈরি করেছে। রাজ্য সরকার ওবিসিদের জন্য স্কলারশিপ চালু করেছিল কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তা বাতিল করে দিয়েছে। তিনি বলেন, 'আমি পাহারাদার হিসেবে আপনাদের জন্য রয়েছি।' তিনি ব্যক্তিগত উদ্যোগে রাজ্যের ওবিসি ছেলে মেয়েদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মমতা বলেন বিজেপি সরকার যেমন কিছু দেয় না তেমন যেন কিছু চাইতেও না আসে। তিনি বলেন, 'ভোটের সময় ভোট চাইতে এস না।' তিনি ওবিসিদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে ওবিসি স্টুডেন্টদের ৮০০ টাকা করে স্কলারসিপ দেওয়া হবে। 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন তিনি আর তাঁর সরকার উত্তরবঙ্গের জন্য একাধিক কাজ করেছে। উত্তরবঙ্গের জন্য প্রশাসনিক ভবন থেকে শুরু করে পর্যটন কেন্দ্র,মেডিক্যাল কলেজ -সবকিছুই তাঁর সরকার তৈরি করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন এখন কলকাতা ও রাজ্যে কিছু একটা হলেই দিল্লি থেকে টিম পাঠিয়ে দেওয়া হয়। কথা প্রসঙ্গে তিনি কলকাতায় দিল্লির বার কাউন্সিলের সদস্যদের পাঠানোর তীব্র নিন্দা করেন। তিনি বলেন এটা রাজ্যের ব্যপার। রাজ্যের বার কাউন্সিল রয়েছে রাজ্য সরকার রয়েছে তারা দেখবে। দিল্লি থেকে কেন প্রতিনিধি দল আসবে তাও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন এখন রাজ্যে একটা উইপোকা কামড়ালেও দিল্লি থেকে প্রতিনিধি দল আসে। তিনি বলেন, কিন্তু উত্তর প্রদেশে তা হয় না। অথচ এই রাজ্যে বিএসএফ অত্যাচার করলে কোনও ব্যবস্থা নেয় না কেন্দ্রীয় সরকার।

 

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় শীতের আমেজ, সপ্তাহান্তে কতটা নামবে পারদ?
২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু