এগরা বিস্ফোরণ নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ মমতার , পাল্টা বিজেপির দাবি এনআইএ তদন্ত

Published : May 16, 2023, 06:03 PM IST
Will support Congress where it is strong says tcm suprime Mamata banerjee

সংক্ষিপ্ত

মমতা এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কারখানার মালিক ভানু বাগকে নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন, ভানু বাগকে কালী পুজোর সময় গ্রেফতার করা হয়েছিল। 

এগরার বাজি কারখানায় মৃত্যুর ঘটনায় সিআিডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়। অন্যদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এনআইএ তদন্ত নিয়ে তাঁর যে কোনও আপত্তি নেই তাও এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় একটি অবৈধ বাজি কারখাবায় আচমকাই বিস্ফোরণ হয়। তাতে পাঁচ মারা গেছে। আহতের সংখ্যা সাত। এই ঘটনার কিছুক্ষণ করেই মুখ্যমন্ত্রী নবান্নে ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেন।

মঙ্গলবার এই বিস্ফোরণের পরেই বাজি কারখানা সিল করে দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি বাড়ির মধ্যেই বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। সেখানেই বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই বেশি ছিল যে আসপাশের এলাকাও কেঁপে ওঠে। গোটা কারখানাটি ধসে যায়। পুলিশ সূত্রের খবর তিন মহিলা-সহ দুই জনের মৃত্যু হয়েছে।

মমতা এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কারখানার মালিক ভানু বাগকে নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন, ভানু বাগকে কালী পুজোর সময় গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তারপর এই ব্যক্তি জামিনে মুক্ত হয়। জামিন কী করে পেয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। মমতা আরও বলেন, ওড়িশা সীমান্তের কাছে বেআইনি এই বাজি কারখানা। ঘটনার পরই মালিক সীমান্ত পার করে ওড়িশা চলে গেছে। তবে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ভানু বাগ ওড়িশা আর বাংলাদেশে বাজি সরবরাহ করে।

সাংবাদিক সম্মেলনে মমতা আরও বলেন, এগরার সাহারা গ্রামের পঞ্চায়েত আগে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। কিন্তু মাস খানেক আগে নির্দল সদস্যকে প্রধান করে বিজেপি পঞ্চায়েত দখল করে। এদিন বিস্ফোরণের পর স্থানীয় বিধায়ককে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। এদিন সিআইডি তদন্তের পাশাপাশি নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

অন্যদিকে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্যসভারতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখেছেন। তবে বিজেপি যদি এনআইএ কে দিয়ে তদন্ত করায় তাহলে তাঁর কোনও আপত্তি নেই। তিনি আরও বলেন, কেউ বিচার পেলে তাঁর কোনও সমস্যা নেই। এগরা বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকার তদন্ত শুরু করেছে। যা প্রয়োজনীয় পদক্ষেপ তা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে এনআইএ যদি তদন্ত করে তাহলে তাদের দেখতে হবে কী করে কারখানার মালিক জামিন পেল, কী করে বন্ধ হয়ে যাওয়া কারখানা নতুন করে খুলল। দোষীকে গ্রেফতার করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পড়ুয়া পিছু ৫ হাজার টাকা জরিমানা, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে
'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর