আচমকা বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। ১৫ই জানুয়ারির মধ্যে নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জমা করতে হবে! কিন্তু কেন! কী করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার?
বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।আচমকা বড় পদক্ষেপ।
210
নবান্ন জারি করেছে বিশেষ বিজ্ঞপ্তি।
310
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোন ব্যাঙ্কে কত অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে কতগুলোয় দীর্ঘদিন টাকা-প্রদান হয়নি, কতগুলো অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে–এই সমস্ত তথ্য পাঠাতে হবে ১৫ই জানুয়ারির মধ্যে।
410
এবার প্রশ্ন, কেন এই তথ্য চাইছে রাজ্য সরকার! কী করতে চলেছে তাঁরা?
510
জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্যাঙ্কে থাকা সন্দেহজনক অ্যাকাউন্টগুলির তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
610
আর এই তথ্য পাঠানোর নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। জানা গিয়েছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত তথ্য জমা দিতে হবে।
710
মমতা জানিয়েছেন অনেক ভুয়ো অ্যাকাউন্টে হিসেব বহির্ভূত টাকা রয়েছে। সঠিক ভাবে তদন্ত করা হলে অনেক কালো টাকা উদ্ধার করা যাবে।
810
তাই সেই অনুযায়ী রাজ্যের ছোট-বড় প্রতিটি সমবায় ব্যাঙ্কে গত ২২ মাসের একলপ্তে বড়সড় অঙ্কের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য চেয়ে নির্দেশিকা জারি হয়েছে।
910
এছাড়াও রাজ্য সরকার সমবায় ব্যাঙ্কগুলিতে স্বচ্ছতা আনতে এবং কালো টাকা উদ্ধার করতে একাধিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিতকরণ থেকে শুরু করে গ্রাহকদের KYC বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।
1010
জানা গিয়েছে সমবায় ব্যাঙ্কগুলির গ্রাহকদের মধ্যে কত জনের KYC নেই, তাঁরা যেন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আধার যাচাই সহ KYC সংক্রান্ত কাজ শেষ করে ফেলতে পারে।