লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকল কী? পুলিশের গুঁতোয় আবেদনকারীর আঙুল তৃণমূল নেতার দিকে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার সৌজন্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা ঢুকল তাতে চোখ কপালে উঠল শাশুড়ি-বৌমার।

 

Saborni Mitra | Published : Jan 9, 2025 10:49 PM
110
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের সবথেকে জনপ্রিয় জনক্যালাণমূলক প্রকল্পগুলির মধ্য়ে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মহিলদের মাসে ১ হাজার টাকা আর পিছিয়ে পড়া তফশিলি ১২০০ টাকা করে দেওয়া হয়।

210
লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন

অভাবের সংসার। স্বামী পেশায় দিনমজুর। তাই স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন। যা খুবই স্বাভাবিক ঘটনা। আবেদনকারী নদিয়ার শান্তিপুরের ১২ নম্বর ওয়ার্ড বিশ্বসুখ পল্লীর বাসিন্দা।

310
দুই বছর আগে আবেদন

আবেদনকারী প্রায় দুই বছর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। কিন্তু আবেদন মঞ্জুর হয়নি।

410
তৃণমূল নেতার এন্ট্রি

এন্ট্রি তৃণমূল নেতার তাকপরই আবেদনকারীকে সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। বুথ সভাপতি উত্তম হালদার। লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়ার নামে ১০০০ টাকা নেন বলেও অভিযোগ।

510
ব্যাঙ্কে দিয়ে অন্য ছবি

আবেদনকারী জানান তৃণমূল নেতা তাদের বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাক ব্যঙ্কে ঢুকে গেছে। কিন্তু তিনি ব্যাঙ্কে গিয়ে দেখতে পান টাকা ঢুকেছে, কিন্তু সেই টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নয়, বিধবা ভাতার।

610
ব্যাঙ্ক পাসবই দেয়নি

আবেদনকারী আরও জানিয়েছে, স্থানীয় স্টেট ব্যাংকের কিয়ক্সে গিয়ে পরবার জানতে পারে, অ্যাকাউন্ট করা হলেও পাসবুক দেওয়া হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, এক হাজার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। এভাবেই মাসের পর মাস টাকা জমা দিলে ব্যাঙ্কা একটা স্লিপ দেয়।অন্যদিকে টাকা তুললেও মেলে স্লিপ। কিন্তু পাসবুক সাপ্লাই নেই বলে জানানো হয়।

710
কাটমানি ২০০০ টাকা

আবেদনকারীর আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা আরও ২০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাঁর কাছ থেকে নেন।

810
পুলিশ আসে বাড়িতে

দিন কয়েক আগেই আবেদনকারী শেফালি দে-র বাড়িতে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। শেফালির সঙ্গে আটক করে শাশুড়ি পদ্ম দেকেও। থানায় গেলেই তারা জানতে পারেন তাদের ব্যাঙ্কে যে টাকা ঢুকছে তা বার্ধক্যভাতার টাকা।

910
টাকা ফেরত দিতে নির্দেশ

পুলিশ সবকিছু খতিয়ে দেখে ২৪ মাসে শেফালির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ২৪ হাজার টাকা ঢুকেছে তা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে।

1010
মাথায় হাত পরিবারের

স্বামী বেঁচে রয়েছে তারপরেও টনা দুই বছর ধরে স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতার টাকা! এবার সেই টাকা ফেরত দেওয়ার পালা। গরীব পরীবের মাথায় হাত। আবেদনকারী গোটা ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos