আবেদনকারী আরও জানিয়েছে, স্থানীয় স্টেট ব্যাংকের কিয়ক্সে গিয়ে পরবার জানতে পারে, অ্যাকাউন্ট করা হলেও পাসবুক দেওয়া হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, এক হাজার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। এভাবেই মাসের পর মাস টাকা জমা দিলে ব্যাঙ্কা একটা স্লিপ দেয়।অন্যদিকে টাকা তুললেও মেলে স্লিপ। কিন্তু পাসবুক সাপ্লাই নেই বলে জানানো হয়।