সুপ্রিম কোর্টে গত ২ বছর ধরে চলছে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। কিন্তু এখনও সমাধান হয়নি।
সুপ্রিম কোর্টের ভরসায় রাজ্য সরকারি কর্মীরা
রাজ্য সরকারের সঙ্গে ডিএ নিয়ে প্রবল দর কষাকষি চলছে রাজ্যের সরকারি কর্মীদের। চলছে আন্দোলনও। এই অবস্থায় সুপ্রিম কোর্টই শেষ ভরসা রাজ্যের সরকারি কর্মীদের।
শেষ শুনানি
শেষবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল গত ৭ জানুয়ারি, মঙ্গলবার। কিন্তু সময় না থাকায় শুনানি হয়নি।
মার্চে শুনানি
সেই সময়ই আদালত জানিয়েছিল ডিএ মামলা বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। আর মার্চ মাসে হবে সেই শুনানি।
মার্চে শুনানি কবে
সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে মার্চ মাসের ২৫ তরিখে ফের শুনানি হবে ডিএ মামলার।
ডিএ মামলায় মঙ্গল - যোগ
সুপ্রিম কোর্টের ডিএ মামলায় এবারও রয়েছে মঙ্গল যোগ। কারণ ৭ জানুয়ারি ছিল মঙ্গলবার। আর ২৫ মার্চও হল মঙ্গলবার। তাই মঙ্গল যোগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ভাগ্য খুলবে কিনা সেটাই এখন প্রশ্ন।
নতুন বেঞ্চে ডিএ মামলা
আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে। নতুন বেঞ্চ গঠনের পরই সেখানে ডিএ মামলা উঠবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য কেন্দ্রের ডিএর ফারাক
রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ফারাক অনেকটা। কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। রাজ্যের কর্মীরা ১৪ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।
সুপ্রিম কোর্টে রাজ্য
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সেইসময় রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করা হয়েছিল। কারণ হাইকোর্ট ডিএ দেওয়ার পক্ষেই রায় দিয়েছিল।
রাজ্যের বক্তব্য
কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে সরকারি কোষাগার থেকে প্রায় ৪২,০০০ কোটি টাকা খরচ হবে। যাতে আর্থিকভাবে ধাক্কা খাবে রাজ্য সরকার।