DA News: রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় মঙ্গল-যোগ, মহার্ঘ ভাতায় এবার কি খুলবে ভাগ্য

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার বড় আপডেট সামনে এল। এবার কী মঙ্গল-যোগে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য খুলবে।

 

Saborni Mitra | Published : Jan 9, 2025 7:52 PM
110
সুপ্রিম কোর্টে ডিএ মামলা

সুপ্রিম কোর্টে গত ২ বছর ধরে চলছে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। কিন্তু এখনও সমাধান হয়নি।

210
সুপ্রিম কোর্টের ভরসায় রাজ্য সরকারি কর্মীরা

রাজ্য সরকারের সঙ্গে ডিএ নিয়ে প্রবল দর কষাকষি চলছে রাজ্যের সরকারি কর্মীদের। চলছে আন্দোলনও। এই অবস্থায় সুপ্রিম কোর্টই শেষ ভরসা রাজ্যের সরকারি কর্মীদের।

310
শেষ শুনানি

শেষবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল গত ৭ জানুয়ারি, মঙ্গলবার। কিন্তু সময় না থাকায় শুনানি হয়নি।

410
মার্চে শুনানি

সেই সময়ই আদালত জানিয়েছিল ডিএ মামলা বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। আর মার্চ মাসে হবে সেই শুনানি।

510
মার্চে শুনানি কবে

সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে মার্চ মাসের ২৫ তরিখে ফের শুনানি হবে ডিএ মামলার।

610
ডিএ মামলায় মঙ্গল - যোগ

সুপ্রিম কোর্টের ডিএ মামলায় এবারও রয়েছে মঙ্গল যোগ। কারণ ৭ জানুয়ারি ছিল মঙ্গলবার। আর ২৫ মার্চও হল মঙ্গলবার। তাই মঙ্গল যোগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ভাগ্য খুলবে কিনা সেটাই এখন প্রশ্ন।

710
নতুন বেঞ্চে ডিএ মামলা

আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে। নতুন বেঞ্চ গঠনের পরই সেখানে ডিএ মামলা উঠবে বলে মনে করা হচ্ছে।

810
রাজ্য কেন্দ্রের ডিএর ফারাক

রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ফারাক অনেকটা। কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। রাজ্যের কর্মীরা ১৪ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।

910
সুপ্রিম কোর্টে রাজ্য

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সেইসময় রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করা হয়েছিল। কারণ হাইকোর্ট ডিএ দেওয়ার পক্ষেই রায় দিয়েছিল।

1010
রাজ্যের বক্তব্য

কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে সরকারি কোষাগার থেকে প্রায় ৪২,০০০ কোটি টাকা খরচ হবে। যাতে আর্থিকভাবে ধাক্কা খাবে রাজ্য সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos