ওড়িশার হাসপাতালে মমতা বললেন রাজ্যের ১০১ জনের দেহ শনাক্ত, সিবিআই তদন্ত নিয়ে ছোট প্রতিক্রিয়া

ওড়িশা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটকের হাসপাতালে গিয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন। খোঁজ খবর নেন রাজ্যের মানুষের। সিবিআই তদন্ত নিয়েও কথা বলেন।

 

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহত রাজ্যের প্রায় শতাধিক মানুষের দেহ চিহ্নিত করা গয়েছে। মঙ্গলবার ওড়িশার কটকের হাসপাতালে ভর্তি রাজ্যের আহত বাসিন্দাদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তিনি বলেন, এখনও পর্যন্ত বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। সামগ্রিকভাবে তিনি ওড়িশা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, রাজ্যের ৯৭ জন জখম ব্যক্তি ওড়িশার হাসপাতালে ভর্তি রয়েছে বলেও জানিয়েছেন মমতা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চক্ষু ও সার্জারি বিভাগে যান। রাজ্যের আহত রোদীদের সঙ্গে কথা বলেন। তাঁদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। মমতা আহতদের সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন। মমতা বলেন, 'আমরা সম্ভাব্য সব উপায়ে যাত্রীদের সাহায্য করার চেষ্টা করছি। ২ জুন দুর্ঘটনার রাতেই যাত্রীদের সাহায্যের জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, ও অফিসারদের দল পাঠিয়েছি।'

Latest Videos

হাসপাতাল থেকে বেরিয়ে এসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওড়াশির চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন। পাশাপাশি তিনি ওড়িশা সরকারকেও ধন্যবাদ জানান। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিনও সাংবাদিকরা সিবিআই তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করেন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, 'সত্য ধামাচাপা দেওয়া উচিৎ নয়। আমি চাই সত্য সামনে আসুন। শুভবুদ্ধির উদয় হোক। '

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাংলার ১০৩ জন মৃত ব্যক্তির দেহ শনাক্ত করা হয়ে গিয়েছে। ওড়িশায় রাজ্যের ৪০ জন আধিকারিক রয়েছেন। তারাই গোটা বিষয়টি তত্ত্বাবধান করছেন। ওড়িশার হাসপাতালে ভর্তি রাজ্যের জখম ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে রাজ্যের সরকারি অধিকর্তারাই খোঁজ খবর রাখছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। মমতা জানিয়েছেন, ৯৭ জন এখনও সেখানের হাসপাতালে ভর্তি রয়েছে। শারীরিকভাবে যারা কিছুটা সুস্থ হয়েছে তাদের দ্রুত রাজ্যে পাঠিয়ে দেওয়ার নির্দেশও এদিন তিনি সরকারি কর্মকর্তাদের দিয়েছেন। মমতা বলেন, এখনও পর্যন্ত রাজ্যের ৩১ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি।

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস-যশবন্তপুর এক্সপ্রেস-মালগাড়ি তিনটি ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা আরও বাড়ল। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে। ২৭৮ জনের। কারণ আহতদের মধ্যে তিন জন মঙ্গলবার মারাগেছে। তবে এখনও পর্যন্ত ১০১ জনের মৃতদের সনাক্ত করা যায়নি। মৃতদেহগুলি পড়ে রয়েছে ওড়িশার মর্গে। এক বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছে ট্রেনে কাটাপড়া বা ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহগুলি বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই দেহগুলি যাতে দ্রুত সনাক্তকরণের ব্যবস্থা করা হয় তারও আর্জি জানিয়েছেন।

আরও পড়ুনঃ

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও সামরিক জোট নেই, মোদীর সফরের আগেই চিনের মুখের ওপর জবাব

কাল ফের কটকে যাবেন মমতা, বালেশ্বরের রেল দুর্ঘটনার সিবিআই তদন্ত নিয়ে তোপ কেন্দ্রকে

'কেন্দ্রীয় সংস্থার আচরণ অমানবিক', রুজিরার বিদেশ সফল বাতিল প্রসঙ্গে ইডিকে নিশানা মমতার

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury