'কেষ্ট যাতে পঞ্চায়েত ভোট করতে না পারে সেইজন্যই গ্রেফতারি', বীরভূমে ভোট প্রচারে অনুব্রতর পাশে মমতা

দ্বিতীয় দফার ভোট প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে প্রচারে অনুব্রত পাশে থাকার আশ্বাস তৃণমূল নেত্রীর।কাটমানি নিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। এদিন তা নিয়েও মমতা সাধারণ মানুষকে সচেতন করে দেন।

 

'কেষ্ট যাতে পঞ্চায়েত ভোট করতে না পারে সেইজন্যই তাঁকে আটকে রাখা হয়েছে।' আবারও প্রকাশ্যেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে দুবরাজপুরের জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে আর কোমরে গুরুতর চোটের কারণে এদিনের জনসভায় সশরীরে উপস্থিত হোতে পারেননি মমতা। তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়ার ফিরহাদ হাকিম। তাঁর মোবাইলফোনের মাধ্যমেই সমাবেশে উপস্থিত তৃণমূল নেতা ও কর্মীদের পাশাপাশাই সাধারণ মানুষের উদ্দেশ্য বক্তব্য রাখেন মমতা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেষ্টর নামে কত কথা! এমনকি তাঁর মেয়েকেও আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে তাহলে আদালতে প্রমণ করুন। দোষ প্রমাণ করতে পারছে না। শুধু শুধু আটকে রেখে দিয়েছে। যাতে সে তৃণমূল কংগ্রেস করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।' গরু পাচার মামলায় দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অনুব্রত মণ্ডল। প্রথমে তাঁকে গ্রেফতার করে এই রাজ্যে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তদন্তের সুবিধের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমাণ বীরভূমের দাপুটে তৃণমূল নেতার ঠাঁই তিহার জেলে। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজনের তালিকায় ওপরের দিকে রয়েছে। এর আগেও প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অনুব্রতর পাশে দাড়িয়েছিলেন। ভোটের বীরভূমে সেই একই পদক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো।

Latest Videos

যাইহোক এদিন ভোট প্রচারে মোবাইল ফোনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। মমতা বলেন, 'রাজ্য সরকার এই রাজ্যের মানুষেক জন্য অনেক কাজ করেছে। ভোট এলে বিজেপির দেখা মেলে। ভোটের আগে কেউ কেউ টাকা মদ দেবে। কিন্তু ভোটের পরে সারা বছর তাদের খুঁজে পাওয়া যায় না।' মমতা আরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন এই সমস্যা সমাধান হচ্ছে না। তিনি আরও বলেন, কেউ যদি ভুল কাজ করে তাহলে সরাসরি তা মুখ্যমন্ত্রীকে জানাতে হবে। তিনি দ্রুত সমস্যার সমাধান করে দেবেন বলেও আশ্বাস দেন।

কাটমানি নিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। এদিন তা নিয়েও মমতা সাধারণ মানুষকে সচেতন করে দেন। তিনি বলেন রাজ্য সরকার উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের থেকে একটাও টাকা নেয় না। কন্যাশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভান্ডার সবই রাজ্য সরকার দেন। তাই এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য টাকা দিতে নিষেধ করেন তিনি।

আরও পড়ুনঃ

Panchayat Election: পঞ্চায়েত ভোট বাতিল মামলা খারিজ, রাষ্ট্রপতির শাসন জারি নিয়ে মন্তব্য কলকাতা হাইকোর্টের

ডিগবাজির পুরষ্কার কেন্দ্রীয় মন্ত্রিত্ব? মোদীর ক্যাবিনেট বৈঠকে আলোচনা হতে পারে প্রফুল্ল প্যাটেলের ভবিষ্যৎ নিয়ে

'আমরা খাটব গতর দিয়ে তবু জুটবে নাতে DA', সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ডিএ আন্দোলনকারীদের গান

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন