'মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব!' শুভেন্দু অধিকারীর মুসলিমদের সরকারের পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Feb 18, 2025, 05:06 PM IST
mamata - suvendu

সংক্ষিপ্ত

বিধানসভার ভিরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি। মুসলিম লিগ করি। আমায় এসব শুনতে হবে তা কখনও ভাবিনি? এর চেয়ে মৃত্যু ভাল।' 

বিধানসভায় (Assembly) শাসক বিরোধী তরজা তুঙ্গে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বিধানসভার ভিরতে ভাষণ দিচ্ছেন, তখন বিধানসভার বাইরে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকরকে 'মুসলমানের সরকার' বলে কটাক্ষ করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবদীদের যোগ রয়েছে বলেও অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। তাদের প্রত্যেকটা অভিযোগের উত্তর বিধানসভার ভিরতে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার ভিরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি। মুসলিম লিগ করি। আমায় এসব শুনতে হবে তা কখনও ভাবিনি? এর চেয়ে মৃত্যু ভাল।' এরপরই মমতা বন্দ্যোপধ্য়ায় চ্যালেঞ্জ করে বলেন, 'আপনি যদি প্রমাণ করতে পারে তবে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাবে। আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাব।'

বর্তমানে রাজ্যের একাধিক জেলা থেকে সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন। আর সেখানেই বিরোধীরা মমতার সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ দেখছেন। মমতা পাল্টা বলেন, 'আমায় মুসলিম লিগ বলছেন, আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লিগেরই। বেলুন ফাঁস করব? বাজে কথা বললেন জনগণ থোতা মুখ ভোঁতা করে দেবে। '

অন্যদিকে এদিন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দল নয়। একটি একটি পরিবারের সংগঠন। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তাঁর সঙ্গে অগ্নিমিত্রা পলও রাজ্য সরকারের সমালোচনায় সরব হন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ