মাধ্যমিকের অঙ্ক কি কঠিন? প্রশ্ন ঘিরে চূড়ান্ত বিতর্ক! নম্বর মিলবে কিনা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

Published : Feb 17, 2025, 10:58 PM IST
Madhyamik Exam

সংক্ষিপ্ত

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শেষের পর থেকে থেকেই মন খারাপ একাধিক পড়ুয়ার। 

কারণ, সেই প্রশ্নপত্র ঘিরেই দানা বেঁধেছে একাধিক বিতর্ক। দুটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছিল বলে অভিযোগ উঠছে। কেউ কেউ আবার বলেছে, একাধিক ভুল প্রশ্ন ছিল সেই প্রশ্নপত্রে। ঠিক এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই, বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার, রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল যে, কোনও পরীক্ষার্থী বিতর্কিত প্রশ্নগুলি সঠিক পথে সমাধানের চেষ্টা করলেই নম্বর দেবে পর্ষদ।

শনিবার, ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সেই পরীক্ষার দুটি প্রশ্ন ঘিরে রীতিমতো সমস্যা তৈরি হয়। ঠিক কোন দুটি প্রশ্ন? সমস্যা তৈরি হয়েছিল উত্তরবঙ্গ রিজিয়নের প্রশ্নপত্র সেটে প্রশ্ন নম্বর ৩ (vi), বর্ধমান রিজিয়নের প্রশ্নপত্রের সেটে ৩ (iii), মেদিনীপুর রিজিয়নের প্রশ্নপত্রের সেটে ৩ (iv) এবং কলকাতার প্রশ্নপত্রের সেটের ৩ (i) নম্বর প্রশ্ন ঘিরে।

সেইসঙ্গে, প্রশ্নপত্রের সবকটি সেটের ১৫ (i) নম্বর প্রশ্নটি নিয়েও সমস্যা তৈরি হয়। অভিযোগ উঠছে, দুটি অঙ্কই অত্যন্ত কঠিন ছিল। সিলেবাসের বাইরে থেকে নাকি প্রশ্ন করা হয়েছিল বলে মত পড়ুয়াদের।

সোমবার, সেই বিতর্কে রাতারাতি জল ঢেলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। তাদের দাবি, প্রশ্ন এসেছে সিলেবাসের মধ্যে থেকেই। তবে সবদিক বিবেচনা করে ছাত্রছাত্রীদের পক্ষেই নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে পর্ষদ। ছাত্রছাত্রীরা দুটি প্রশ্ন সঠিকভাবে সমাধানের চেষ্টা করলেই ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কার বলে দিয়েছে, সঠিকভাবে অঙ্কটা শুরু করলেই নম্বর পাবে পড়ুয়ারা। সেক্ষেত্রে সমাধান সম্পূর্ণ না হলেও নম্বর পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Kartik Maharaj: বেলডাঙা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য কার্তিক মহারাজের! দেখুন কী বলছেন তিনি
Barasat News: পুলিশের বাধায় স্কুলে ঢোকা গেল না! শেষে ফুটপাতেই হল সরস্বতী পুজো