২৫৭৫২ জনের চাকরি বাতিলের জন্য দায়ী সিপিএম-বিজেপি, কড়া প্রতিক্রিয়া মমতার

Published : Apr 03, 2025, 04:13 PM ISTUpdated : Apr 03, 2025, 04:22 PM IST
Mamata Banerjee strongly reacts to SSC recruitment corruption case 26000 job cancellation cases bsm

সংক্ষিপ্ত

Mamata On SSC Case: নিয়োগ দুর্নীতি মামলায় (Job Scam Case)২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Mamata On SSC Case: নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি এই ঘটনার জন্য তিনি বিজেপি আর সিপিএম-কেই দায়ী করেছেন। তিনি আরও বলেছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়া বিজেপির একমাত্র লক্ষ্য। তিনি আরও বলেছেন, তিনি ন্যায্যভাবে চাকরিহারা বঞ্চিতদের পাশে থাকবেন।

এদিন সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ২৬ হাজার শিক্ষকের চাকরি গেলে স্কুলে পড়াবে কে? মমত বলেছেন, 'যাঁদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে ১১৬১০ জন নবম -দশম শ্রেণিতে পড়াতেন। ৫৫৯৬ জন একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়াতেন। বাকিরা অন্য ক্লাসে। আপনারা জানেন, নবম-দশম , একাদশ-দ্বাদশ ভীষণ গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষায় ব্যবস্থার গেটওয়ে। তাদের মধ্যে অনেকেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের খাতা দেখছেন। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ২৬ হাজার চাকরি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে স্কুলে পড়াবে কে?' মমতা আরও বলেছেন, 'আদালতের রায় যেমন আমাদের বিরুদ্ধে গিয়েছে তেমনই রায় আমাদের দুটো পথেও দিয়েছে। রায় মেনেই আমরা সেটা করব। ২০১৬ সালে কারা কারা মন্ত্রী ছিলেন আমরা রেকর্ড খুঁজে বার রব। কোনও একটা জেলার কথা তো আমরা জানিই।'

চাকরি পার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, 'অনেকে ডিপ্রেসড আমরা চাইনা একটাও দুর্ঘটনা ঘটুক। তাই পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছে মানবিকতার স্বার্থে।' চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 'যাদের চাকরি গিয়েছে তারা বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন সবাই এককত্রিত হতে চান। তাঁরা অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী -সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি তাগলে তাঁরা খুশি হবেন। ' আগামী ৭ এপ্রিল তিনি নেতাজি ইন্ডোরে তাদের কথা শুনতে যাবেন বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, 'ধৈর্য্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। যখন প্রত্রিয়া হবে আদালত আপনাদের সকলকে আবেদন করতে বলেছে। আপনারা সকলেই আবেদন করুন।'

এদিন মমতা সুপ্রিম কোর্টের দিকেও প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, একজন গোষীর জন্য সবাইকে কী ভাবে এক জায়গায় যুক্ত করা হল? প্রশ্ন করেন মমতা। তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ডিওয়াইচন্দ্রচুড় হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছিলেন। মমতা বলেন, 'সুপ্রিম কোর্টের আর এক জন প্রধান বিচারপতির থেকে কি আমরা এটুকু মানবিকতা আশা করতে পারি না? যে একটা আত্মরক্ষার সুযোগ দেওয়া?'

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর