জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলতি বছরের ১ এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হল। জানিয়ে রাখি, প্যারা টিচার, অ্যাকাডেমিক সুভারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক, SSK এবং MSK-র শিক্ষাকর্মীরা, আশাকর্মীর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।